বাংলাদেশের শীর্ষস্থানীয় হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি এবার দেশের বাজারে নিয়ে এলো নতুন দুটি স্মার্টফোন Symphony i65 এবং Symphony R40. আজ সিম্ফনির হেড অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে স্মার্টফোন দুটির উদ্বোধন করা হয়।
Symphony i65 এ্যান্ড্রয়েড ৮.১ গো এবং ডুয়াল ফোর জি সমৃদ্ধ Symphony i65 এ আছে ৫.৪৫ ইঞ্চি ফুল ভিশন আইপিএস ২.৫ ডি ডিসপ্লে যার রেজ্যুলেশন HD+ বা ১৪৪০X৭২০। এতে অন স্ক্রীণ নেভিগেশন বাটন দেওয়া হয়েছে।
Symphony i65 এ রয়েছে ১ জিবি র্যাম এবং ৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ। মেমোরী কার্ড এর মাধ্যমে আরো বাড়ানো যাবে ৬৪ জিবি পর্যন্ত।
Symphony i65 এ আছে ৮ মেগাপিক্সেল অটো ফোকাস ব্যাক ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফিক্সড ফোকাস ফ্রন্ট ক্যামেরা। দুটি ক্যামেরাতেই আছে ফ্ল্যাশ যার মাধ্যমে তোলা যাবে সুন্দর ও প্রাণবন্ত ছবি। ব্যাক ক্যামেরায় থাকছে ২.২ এ্যাপারচার এবং ফ্রন্ট ক্যামেরায় আছে ২.৮ এ্যাপারচার। ক্যামেরা ফিচারস এ আছে ফেইস বিউটি মোড, পোর্ট্রেইট মোড, এইডি আর মোড এবং টাইম ল্যাপস মোড।
সারাদিন নিরবিচ্ছিন্নভাবে চালানোর জন্য হ্যান্ডসেটটিতে আছে ২৫০০ এমএএইচ লি-আয়ন ব্যাটারি।
স্পেশাল ফিচারস এর মধ্যে থাকছে ডুয়াল ফোর জি স্ট্যান্ডবাই, ডুয়াল ফ্ল্যাশ, নটিফিকেশন লাইট, ওয়ান হ্যান্ড অপারেশন এবং ওটিজি।
Symphony R40 ৪০০০ এমএএইচ ব্যাটারী এবং এ্যান্ড্রয়েড পাই ৯.০ সমৃদ্ধ Symphony R40 তে আছে ৫.৪৫ ইঞ্চি ফুল ভিশন আইপিএস ২.৫ ডি ডিসপ্লে যার রেজ্যুলেশন HD+ বা ১৪৪০X৭২০। এতে অন স্ক্রীণ নেভিগেশন বাটন দেওয়া হয়েছে। Symphony R40 তে রয়েছে ১ জিবি র্যাম এবং ৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ। মেমোরী কার্ড এর মাধ্যমে বাড়ানো যাবে ৩২ জিবি পর্যন্ত।
Symphony R40 তে আছে ৮ মেগাপিক্সেল অটো ফোকাস ব্যাক ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফিক্সড ফোকাস ফ্রন্ট ক্যামেরা। দুটি ক্যামেরাতেই আছে ফ্ল্যাশ যার মাধ্যমে তোলা যাবে সুন্দর ও প্রাণবন্ত ছবি। ব্যাক ক্যামেরায় থাকছে ২.২ এ্যাপারচার এবং ফ্রন্ট ক্যামেরায় আছে ২.৮ এ্যাপারচার। ক্যামেরা ফিচারস এ আছে বার্স্ট মোড, প্যানারোমা মোড, আডিও নোট মোড, ফিল্টার মোড, কিউ আর কোড স্ক্যানার মোড, নাইট শট মোড, এইচডি আর মোড এবং ফেইসবিউটি মোড।
স্পেশাল ফিচার হিসেবে থাকছে ফিঙ্গার প্রিন্ট সিকিউরিটি, ফেইস আনলক, ফিঙ্গার প্রিন্ট এর মাধ্যমে ছবি তোলার সুবিধা।
দুটি ফোনই সিম্ফনির যে কোন আউটলেটে পাওয়া যাচ্ছে দাম ৬,১৯০ টাকা।