অনলাইনে ১০ টি সহজ কৌশলে অর্থ আয়ের উপায় জানা থাকলে আপনার জন্য খুব সুবিধা হবে। আসলে প্রযুক্তির প্রতি অনিহার কারনে অনেকের জীবনটা বয়সের চেয়ে পিছিয়ে আছে। অনলাইনে অর্থ আয়ের সঠিক জ্ঞান না থাকায় অনেকেরই ইচ্ছা না থাকা সত্তেও সময়ের অনেক অপচয় হয়।
আবার আমরা অনেকেই দেখা যায় কোন একটা ব্যাপারে ৫/৬ দিন ধরে দুঃচিন্তা করি কিন্তু একটু গুগল কিংবা ইউটিউবে খুঁজে দেখিনা। তাই আমাদের সকলের দরকার একটু ইচ্ছার পরিবর্তন করা আর জানার চেষ্টা করা। গুগল কিংবা ইউটিউবে খুঁজে দেখলেই বিস্তারিত পাবেন। টাকা আয় সহজ কোন বিষয় নয় তবে এই তথ্যগুলো জানা থাকলে আপনার পথটা সহজ হবে।
১/আর্টিকেল, ইন্সট্যান্ট আর্টিকেল রাইটিং: লিখতে পারেন যেকোনো টপিক নিয়ে।শুধু এমন ভাবে লিখুন যেন তাতে মানুষ উপকৃত হয় বা মজা পায়।মাত্র দুই মাস একটু চেষ্টা করলেই টাকা আয় শুরু করে দিতে পারবেন।
২/ইউটিউবে ভিডিও আপলোড : হোক সেটা কোন লার্নিং ভিডিও বা ফানি ভিডিও। আপুনিও চাইলে অনেক ক্রিয়েটিভ ভিডিও বানাতে পারবেন।মনে রাখবেন কোন কিছু শুরু করলেই কেবল মাথায় নতুন আইডিয়া আসতে থাকে।প্রথম দিকে সবার মাথাই শুন্য থাকে।
৩/ট্রান্সলেশান: ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশানের অনেক কাজ আছে।তাই এটা করে সহজেই আয় করতে পারবেন।যারা অন্য ভাষা জানেন তারও সেটা দিয়ে আয় করতে পারবেন।
৪/ব্লগিং: এটার সুবিধা হল একবার দাঁড়িয়ে গেলে সারাজীবন টাকা আসতে থাকবে।অনেকটা লাইফ ইন্সুরেন্সের মত।ব্লগ যেকোন বিষয় নিয়ে হতে পারে।
৫/ই–বুক রাইটিং: যদি লেখালেখির অভ্যাস থাকে তাহলে এটা শুরু করে দিন এখন থেকেই।বিশ্বব্যাপী এটার অনেক চাহিদা।
৬/লিরিক্স বা জিংগেল রাইটিং: আপনারা অনেকেই কবিতা বা গান লেখেন।তারা দু চার লাইনের লিরিক্স বা জিংগেল লিখে আয় করতে পারবেন অনেক টাকা।
৭/লোগো ডিজাইন, ফটো এডিটিং: ডিজাইন যারা ভাল বুঝেন বা ছবি এডিট করতে পছন্দ করেন তারা এটা করতে পারেন।অনেক টাকা এই সেক্টরটাতে।
৮/ব্যাকগ্রাউন্ড ভয়েস: আপনার কন্ঠ যদি সুন্দর হয় তাহলে আপনি পরিশ্রম ছাড়াই কাজে নেমে পড়তে পারেন এবং আয় করতে পারেন।
৯/ছবি বিক্রি: বিভিন্ন অনলাইন সাইট আছে যেখানে আপনার তোলা যেকোন ছবি বিক্রির জন্য দিতে পারবেন।হোক সেটা মোবাইলে তোলা বা ক্যামেরায় তোলা।
১০/অ্যাডমিন সাপোর্ট: আপনি অন্যের ফেসবুক পেজ বা ই–কমার্স পেজ পরিচালনা করেও ভাল টাকা আয় করতে পারবেন।
আপনার যেটা ভাল লাগে সেটা দিয়েই আয় করা শুরু করে দিতে পারেন।
লেখক: আরিফ হাসান, তথ্যপ্রযুক্তি লেখক ও এফ-কমার্স বিশেষজ্ঞ
৭ comments
দারুণ পোস্ট। ধন্যবাদ
[…] অনলাইনে অর্থ আয়ের ১০ সহজ উপায় […]
লেখালেখির কাজ গুলো করতে চাই..আর ফটোগ্রাফি তে ও ইন্টারেস্টেড.. কিন্তু কিভাবে এগিয়ে যাবো সেটা জানিনা..লেখাগুলো কিভাবে,কোথায় প্রকাশ করবো এই সম্পর্কে জানালে উপকৃত হবো
[…] অনলাইনে অর্থ আয়ের ১০ সহজ উপায় […]
আইডিয়া গুলো ভালো। পোস্টটি অনেক উপকারি। আমার প্রশ্ন হল পেমেন্ট সিস্টেম নিয়ে। কোথাও কাজ করে দিতে চাইলে আগে পেমেন্ট কিভাবে করবে সেটা জানতে চায়। বাংলাদেশে এটা কিভাবে হয়???
খুব সুন্দর করে লিখেছেন । অনেক ধন্যবাদ ।
পোস্টটি আমার অনেক ভাল লাগেছে। অনেক ধন্যবাদ।