সম্প্রতি রাজধানীর ডেইলি স্টার মিলনায়তনে আর্টিকেল ১৯ এর আয়োজনে অনুষ্ঠিত হয় ‘রাইট টু অনলাইন অ্যানোনিমিটি’ শীর্ষক এক কর্মশালা। অনুষ্ঠানে অনলাইন কর্মী, তথ্যপ্রযুক্তি সাংবাদিক, আইনজীবি, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও গবেষকসহ অনেকেই উপস্থিত ছিলেন। অনলাইনে নিজের পরিচয় গোপন রেখে লেখালেখির অধিকার থাকা জরুরি।
কেননা, তথ্যপ্রযুক্তির যুগে অ্যানোনিমিটি বা পরিচয় গোপন রাখা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। অনলাইনে যারা লেখালেখি করেন তারা প্রায়শই অযাচিত নজরদারির শিকার হচ্ছেন বলে মন্তব্য করছেন আর্টিকেল ১৯-এর বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া আঞ্চলিক পরিচালক তাহমিনা রহমান (এমবিই)।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন,‘তথ্যপ্রযুক্তি খাতে দ্রুত পরিবর্তন এসেছে। অনলাইন কর্মীদের পরিচয় গোপন করার অধিকারের বিষয়টি আলোচনায় আসা জরুরি। কারণ, রাষ্ট্র যেখানে সবক্ষেত্রে নজরদারি করছে সেখানে আন্তর্জাতিক আইনের বিষয়গুলো ও অধিকারগুলো জানা থাকলে সবাই সচেতন থাকতে পারবেন।’
অনুষ্ঠানে অনলাইনে নাম পরিচয় গোপন রেখে লেখালেখির অধিকার নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন আলোচকেরা। তাদের মতে, অনলাইনে যারা কাজ করেন তাদের অধিকার নিয়ে কথা বলার ও সচেতনতা তৈরির সময় এসেছে। অনেকেই নাম গোপন করে নিজের বাক স্বাধীনতার চর্চা করতে চান।
এ বিষয়ে আন্তর্জাতিক কিছু নিয়মনীতি রয়েছে। রাষ্ট্রের কিছু দায়িত্ব রয়েছে।