নতুন চমক নিয়ে আবার আসছে আইফোন এক্স এর নতুন ভার্সন। আইফোন টেন বা এক্সের পর এবার আসবে আইফোন এক্স প্লাস, কেমন হবে? গুঞ্জন রয়েছে এক্স প্লাসসহ এই বছরে তিনটি নতুন আইফোন লঞ্চ করবে অ্যাপল। এই বছরে তিনটি মডেল হল আইফোন এক্স এর ৫ দশমিক ৮ ইঞ্চি ডিসপ্লের উত্তরসূরি, একটি ৬ দশমিক ১ ইঞ্চি ডিসপ্লে এলসিডি ভেরিয়েন্ট ও একটি ৬ দশমিক ৫ ইঞ্চি আইফোন এক্স প্লাস।
আগেই জানা গেছে, আগামী সেপ্টেম্বর মাসে এই আইফোন গুলি লঞ্চ করবে অ্যাপল। আর ইতিমধ্যেই প্রায় প্রতিদিনই ইন্টারনেটে নতুন এই আইফোন নিয়ে একাধিক খবর প্রকাশ পেতে শুরু করেছে। আর এরই মধ্যে নতুন আইফোন ৯ ও আইফোন এক্স প্লাস মডেলের বিভিন্ন তথ্য প্রকাশ পেতে শুরু করেছে ।
শাই মিজরাচি নামের এক ব্যাক্তি ইন্টারনেটে এক ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিওতে এই বছরে লঞ্চ হওয়া তিনটি আইফোন মডেলের দুটির ডামি ইউনিট দেখা যাচ্ছে। মনে করে হচ্ছে এই ফোন দুটি আইফোন ৯ ও আইফোন এক্স প্লাস। ডামি ইউনিটের উপরে নতুন আইফোনের এর ব্যাক কভার দেখা গিয়েছে। অর্থাৎ ইতিমধ্যেই আইফোন কেস প্রস্তুতকারী সংস্থাগুলো নতুন আইফোন এর সেক তৈরীর কাজ শুরু করে দিয়েছে। সাধারনত ফোনের কেস প্রস্তুতকারী সংস্থাগুলির হাত ধরেই প্রতি বছর বিভিন্ন ফোনের খবর লঞ্চের আগেই ফাঁস হয়ে যায়।
গ্রাহকদের মধ্যে সবথেকে জনপ্রিয় হতে চলেছে ৬ দশমিক ১ ইঞ্চির এই আইফোন। ৬০০ থেকে ৭০০ মার্কিন ডলারের মধ্যে এই ফোনের দাম হবে বলে জানা গেছে ।
আসছে আইফোন এক্স প্লাস, কেমন হবে?এক্স প্লাসের দাম কত?
previous post