অনার সিরিজে নতুন ফোন আনছে হুয়াওয়ে। অনার ৮এক্স নামের ডিভাইসটির টিজার ভিডিও সম্প্রতি প্রকাশ করেছে তারা।
অনার ৮এক্স মূলত ফ্যাবলেট। অনার ৮এক্সে থাকবে ৭ দশমিক ১২ ইঞ্চি ডিসপ্লে।
ব্যাটারির দিক থেকেও পিছিয়ে নেই এই ফোন। এতে দেয়া হবে ৪ হাজার ৯০০ এমএএইচ ব্যাটারি।
দ্রুত চার্জিং সুবিধাও থাকবে, ১৮ ওয়াট শক্তির হুয়াওয়ের নিজস্ব ফাস্ট চার্জ প্রযুক্তি।প্রসেসর থাকছে কিরিন ৭১০, র্যাম দেয়া হবে ৪ গিগাবাইট আর স্টোরেজ ৬৪ গিগাবাইট।
অপারেটিং সিস্টেম হবে অ্যান্ড্রয়েড ওরিও।
সামনে থাকছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা আর পেছনে ১৬ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল ডুয়াল সেন্সর।আগামী সেপ্টেম্বরেই ফোনটি উন্মোচিত হতে পারে।
১ comment
[…] হুয়াওয়ে কনজিউমার বিজনেস গ্রুপ-এর প্রোডাক্ট […]