অনেক ইউটিউব ব্যবহারকারীই আছেন যাদের একটি ভিডিও দেখে মন ভরে না। সেজন্য প্লে লিস্টের পরবর্তী বা আগের ভিডিওতে যাওয়ার পদ্ধতি আরও সহজ করছে গুগল। অল্প কিছু ব্যবহারকারীদের মধ্যে সোয়াইপ করে আগের বা পরের ভিডিওতে যাওয়ার জেসচার পরীক্ষা নিরীক্ষা করা শুরু হয়েছে।
ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা স্ক্রিনের একপাশ থেকে অন্যপাশে আঙুল সোয়াইপ করেই ভিডিও বদলাতে পারবেন। সম্ভবত ফিচারটি অ্যান্ড্রয়েড পি আপডেটের সঙ্গে উন্মোচন করা হবে। নতুন আপডেটে গুগল যতদূর সম্ভব বাটন বাদ দিয়ে জেসচারের ওপর জোর দিয়েছে।
অ্যান্ড্রয়েড পির মাধ্যমে গুগল ম্যাটেরিয়াল ডিজাইন ২ এর উন্মোচন করতে যাচ্ছে। এর ফলে অ্যাপের সকল ফিচারগুলোর বাটন দিতে হবে ডিসপ্লের নিচের অংশে। বর্তমানের ফোনগুলো লম্বায় অনেক বেড়ে যাওয়ায় স্ক্রিনের ওপরের অংশের বাটন ব্যবহার কার বেশ কষ্টসাধ্য, সেজন্যই এ পরিবর্তন।