স্মার্টফোন ও ট্যাব মেলায় নানা অফার নিয়ে হাজির হয়েছে ইনফিনিক্স। প্রতিষ্ঠানটির প্রতিটি ফোনে মিলছে ১০ শতাংশ মূল্য ছাড়। মেলায় হট এস৩এক্স ফোন ও এক্সব্যান্ড ৩ স্মার্টফিট উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।প্রতিষ্ঠানটির ব্র্যান্ড ম্যানেজার সাইফ মোহাম্মদ ইরমান খান বলেন, গ্রাহকদের জন্য ১০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে ইনফিনিক্সের সবগুলো মডেলে। এছাড়া, র্যাফেল ড্রতে সর্বোচ্চ ৫০০ টাকা ছাড় থাকবে।মেলায় প্রতিষ্ঠানটির ইনফিনিক্স এস৩এক্স, এস৩এক্স, নোট ৫, এস৩ ও স্মার্ট ২প্রো মডেলের ফোন বিক্রি হচ্ছে।
Baadshah
Baadshah is a professional It blogger and writer.
previous post
বিপিএল লাইভ মাই স্পোর্টসে
next post