মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ইলেভেন স্মার্টফোনেও ব্যবহৃত হচ্ছে। সম্প্রতি এআরএম চিপ ব্যবহার করে অনেক ব্যবহারকারী এর গেমস খেলতে পারছেন। শুক্রবার (২ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
জানা গেছে, উইন্ডোজ টেনের অপারেটিং সিস্টেম লুমিয়া ৯৫০ এক্সএল এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ওয়ানপ্লাস সিক্স ও ওয়ানপ্লাস সিক্স টি, শাওমি এমআই ফোর-সহ অন্যান্য স্মার্টফোনে অনেক ব্যবহারকারী উইন্ডোজ ইলেভেনের গেমস খেলতে পারছেন।
গত ২৪ জুন উইন্ডোজ ইলেভেন বাজারে নিয়ে এসেছে মাইক্রোসফট। সে সময় বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নতুন প্রজন্মের উইন্ডোজটিতে অ্যান্ড্রয়েড অ্যাপ, ভিডিও কনফারেন্স কল মাইক্রোসফট টিম ব্যবহারের সুবিধাসহ একাধিক নতুন সুবিধা রয়েছে। তবে বাজারে আসার আগেই এর ডিজাইন ফাঁস হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন।