এক সপ্তাহের জন্য স্মার্টফোনের বদলে ফ্লিপ ফোন ব্যবহার করলে ১ হাজার ডলার দেবে মার্কিন ফোন সার্ভিস প্রোভাইডার ফ্রন্টিয়ার কমিউনিকেশনস।
ফ্লিপ ফোন বাজারে আসার ৩০তম বছর উপলক্ষ্যে ‘ফ্লিপ ফোন চ্যালেঞ্জ’ নামের বিশেষ এই কার্যক্রম চালু করেছে প্রতিষ্ঠানটি।
এতে অংশ নিতে হলে প্রথমে একটি ফর্ম পূরণ করতে হবে। সেখানে ২০০ শব্দে আবেদনকারীকে ব্যাখ্যা করতে হবে কেন সে চ্যালেঞ্জটি নিতে চায়। পছন্দসই উত্তরের ভিত্তিতে এক জনকে বাছাই করবে ফ্রন্টিয়ার।
নির্বাচিত ব্যক্তিকে টানা ৭ দিন অর্থাৎ ১৬৮ ঘণ্টা স্মাটফোন ছাড়া কাটাতে হবে।
এই সময় যাতে তার উপর বিরক্তি ভর না করে সে জন্য একটি উপহারের ব্যাগও দেবে ফ্রন্টিয়ার। সেই ব্যাগে থাকবে ৯০ এর দশকের সিডি, ফোন বুক, নোট প্যাড, পেন ও ম্যাপ।
প্রতিদিন স্মার্টফোন ছাড়া কেমন কাটছে তার যাবতীয় তথ্য নেবে তারা। যেমন ফ্লিপ ফোনে ইমেইল চেক করতে কতো সময় লেগেছে, কতোবার গুগল করার প্রয়োজন অনুভব করেছেন, কতো ঘণ্টা ঘুমালেন, কাজের পরিমাণে বাড়লো না কমলো ও স্মার্টফোন ছেড়ে থাকার খারাপ দিক নিয়ে নিজের অভিজ্ঞতা জানাতে হবে।
তাদের দাবি প্রতিযোগীর দেওয়া তথ্য তারা গোপনই রাখবে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী ১৮ বছরের উপরে যেকোনো স্মার্টফোন ব্যবহারকারী এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।