সম্প্রতি গুগলের ইমেইল সার্ভিস জিমেইলে সবচেয়ে বড় ডিজাইন আপডেট এসেছে। পাঁচ বছর পর পরিবর্তন আনা হয়েছে গুগলের ই-মেইল সেবা জিমেইলে। নতুন এ সংস্করণে শুধু নকশাই নয়, বেশ কিছু নতুন সুবিধাও যোগ করা হয়েছে। গুগল আইও কনফারেন্সে ইন্টারফেইসে পরিবর্তন আনার পাশাপাশি জিমেইলে কিছু নতুন ফিচারের উন্মোচন করা হয়েছে। এরই অংশ হিসেবে নাম ট্যাগ করার সুবিধাটি যুক্ত করেছে গুগল।
ট্যাগ করতে নামের আগে যুক্ত করতে হবে @ চিহ্ন। এতে কন্ট্যাক্টসের সাজেশন লিস্ট দেখানো হবে। সেখান থেকে নাম বেছে নিয়ে ক্লিক করলে তা বোল্ড আকারে প্রদর্শিত হবে। এছাড়াও, সরাসরি ব্যবহারকারীর জিমেইলের নাম লিখেও ট্যাগ করা যাবে।ফিচারটি যুক্ত হওয়ার ফলে ইমেইল রিসেপশনিস্টে গিয়ে আর নাম খুঁজতে হবে না বা ইমেইল আইডি টাইপ করতে হবে না। অ্যান্ড্রয়েড বা আইওএসে এখনো ফিচারটি পৌঁছায়নি। আপাতত শুধু ওয়েব ইন্টারফেইসেই এটি ব্যবহার করা যাচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন ফিচারগুলো ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে।