ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্টিভ স্মিথ। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে গতকালের সেমিফাইনালটিই হয়ে থাকল তাঁর ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচ।
কাল ম্যাচশেষেই সতীর্থদের নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি। ওয়ানডে ছাড়লেও টেস্ট ও টি-টোয়েন্টি খেলা এখনো চালিয়ে যাবেন চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়া স্মিথ।
২০১০ সালে ওয়ানডে অভিষেকের পরে এই সংস্করণে ১৭০টি ম্যাচ খেলেছেন স্মিথ, করেছেন ১২টি সেঞ্চুরি ও ৩৫টি ফিফটি। ক্যারিয়ারের সর্বশেষ ওয়ানডে ম্যাচেও পেয়েছেন ফিফটি, খেলেছেন ৭৩ রানের ইনিংস।
স্টিভ স্মিথের ওয়ানডে ক্যারিয়ার
ম্যাচ ১৭০
ইনিংস ১৫৪
রান ৫৮০০
সর্বোচ্চ ১৬৪
গড় ৪২.২৮
১০০ ১২
৫০ ৩৫
উইকেট ২৮
সেরা ৩/১৬
ক্যাচ ৯০
পরের ওয়ানডে বিশ্বকাপ আরও দুই বছর পর। সেই বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া দলটিকে প্রস্তুত করতেই নিজেকে সরিয়ে নিয়েছেন স্মিথ, ‘এখন (অস্ট্রেলিয়ার) ২০২৭ বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করার ভালো সময়, তাই সরে যাওয়ার এটাই উপযুক্ত সময় মনে হচ্ছে। পথচলাটা অবিশ্বাস্য ছিল এবং আমি এর প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। অনেক অসাধারণ সময় কেটেছে এবং দারুণ কিছু স্মৃতি আছে। দুটি বিশ্বকাপ জয় আমার জন্য অন্যতম সেরা মুহূর্ত ছিল, সেই সঙ্গে অসাধারণ সব সতীর্থদের সঙ্গে এই যাত্রা ভাগ করে নেওয়াটাও ছিল দারুণ কিছু।’
৩৬টি টেস্ট সেঞ্চুরির মালিক স্মিথ টেস্টকে দিচ্ছেন অগ্রাধিকার, ‘টেস্ট ক্রিকেটকে আমি এখনো সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, এবং আমি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, শীতকালে ওয়েস্ট ইন্ডিজ সফর এবং তারপর দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে উন্মুখ হয়ে আছি। আমি মনে করি, এখনো অনেক কিছু দেওয়ার আছে আমার।’
সেমিফাইনালে ৭৩ রানের ইনিংস খেলেন স্মিথএএফপি
ওয়ানডেতে স্মিথের রান ৫৮০০, যা অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় ১২তম। অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের মধ্যে তাঁর চেয়ে বেশি সেঞ্চুরি আছে ৫ জনের, এর মধ্যে স্মিথের চেয়ে ভালো ব্যাটিং গড় শুধু ডেভিড ওয়ার্নারের।