দেশে সংঘটিত সাইবার অপরাধের আখড়া হয়ে উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যম। আর এতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ১৮ থেকে ৩০ বছর বয়সী মেয়েরা। ভুক্তভোগীদের মধ্যে ১৮ বছরের কম ১০.৫২%, ১৮ থেকে ৩০ বছরের কম ৭৩.৭১%, ৩০ থেকে ৪৫ বছর ১২.৭৭% এবং ৪৫ বছরের বেশী ৩%। কিন্তু প্রতিকারের উপায় নিয়ে স্বচ্ছ ধারণার অভাব এবং লোকলজ্জা ও ভয়-ভীতির কারণে সাইবার অপরাধ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এমনই আশঙ্কা প্রকাশ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন।
রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে সাইবার অপরাধ বিষয়ক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ ও আলোচনা অনুষ্ঠানে এই শঙ্কা প্রকাশ করা হয়। প্রতিষ্ঠানের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সহযোগিতায় ছিল প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান সাইবার প্যারাডাইজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের উপদেষ্টা প্রযুক্তিবিদ একেএম নজরুল হায়দার। প্রধান অতিথি ছিলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ইলেক্ট্রনিক সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের (সিসিএ) নিয়ন্ত্রক আবুল মানসুর মোহাম্মদ সারফ উদ্দিন। গবেষণা প্রতিবেদন উপস্থাপনা করেন সংগঠনের আহ্বায়ক কাজী মুস্তাফিজ। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাশেদা রওনক খান, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশেন অব বাংলাদেশের (আইএসপিএবি) যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন আহমেদ প্রমুখ। সঞ্চালক ছিলেন সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ হাসান।
অনুষ্ঠানে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, লিঙ্গ ভিত্তিক পরিসংখ্যানে দেশে সাইবার অপরাধের শিকার ভুক্তভোগীদের ৫১.১৩ শতাংশ নারী এবং ৪৮.৮৭ শতাংশ পুরুষ।
ক্র:ন: | অপরাধের ধরণ | পুরুষ | নারী | মোট |
1 | সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাকিং/ তথ্য চুরি | 13.53 | 5.26 | 18.79 |
2 | ইমেইল প্রতারনা | 0.75 | 0 | 0.75 |
3 | মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাকিং/ তথ্য চুরি | 3.01 | 0 | 3.01 |
4 | অনলাইনে কেনাকাটায় প্রতারণা | 4.51 | 3.76 | 8.27 |
5 | অনলাইনে হুমকিমূলক বার্তা | 3.76 | 9.77 | 13.53 |
6 | ছবি বিকৃত করে অনলাইনে অপপ্রচার | 3.76 | 12.03 | 15.79 |
7 | সামাজিক মাধ্যমে ভ‚য়া অ্যাকাউন্টে অপপ্রচার | 12.78 | 14.29 | 27.07 |
8 | যে কোনো অনলাইন অ্যাকাউন্ট হ্যাকিং/ তথ্য চুরি | 3.76 | 0.76 | 4.52 |
9 | পর্নো ভিডিও | 0.75 | 1.50 | 2.25 |
10 | অনুমতি ছাড়া নিজের ছবি অনলাইনে প্রচার | 0.76 | 3.76 | 4.52 |
11 | অন্যান্য (ভুয়া পুলিশের ঘুষ বাণিজ্য, প্রেম প্রতারণা) | 1.50 | 0 | 1.50 |
ক্র:ন: | অপরাধের ধরণ | ১৮ বছরের কম | ১৮ থেকে ৩০ | ৩০ থেকে ৪৫ | ৪৫ বছরের বেশী |
1 | সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাকিং/ তথ্য চুরি | 3.76 | 10.53 | 4.51 | 0 |
2 | ইমেইল প্রতারনা | 0 | 0 | 0.75 | 0 |
3 | মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাকিং/ তথ্য চুরি | 0 | 2.26 | 0.75 | 0 |
4 | অনলাইনে কেনাকাটায় প্রতারণা | 1.50 | 6.77 | 0 | 0 |
5 | অনলাইনে হুমকিমূলক বার্তা | 0.75 | 11.28 | 1.50 | 0 |
6 | ছবি বিকৃত করে অনলাইনে অপপ্রচার | 0 | 13.55 | 0.75 | 1.50 |
7 | সামাজিক মাধ্যমে ভ‚য়া অ্যাকাউন্টে অপপ্রচার | 1.50 | 21.05 | 3.76 | 0.75 |
8 | যে কোনো অনলাইন অ্যাকাউন্ট হ্যাকিং/ তথ্য চুরি | 2.26 | 2.26 | 0 | 0 |
9 | পর্নো ভিডিও | 0.75 | 0.75 | 0.75 | |
10 | অনুমতি ছাড়া নিজের ছবি অনলাইনে প্রচার | 0.75 | 3.76 | 0 | 0 |
11 | অন্যান্য (ভুয়া পুলিশের ঘুষ বাণিজ্য, প্রেম প্রতারণা) | 0 | 1.50 | 0 | 0 |
অপরাধের ধরণ ব্যাখায় ওই প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাকাউন্ট জাল ও হ্যাক করে তথ্য চুরির মাধ্যমে অনলাইনে সবচেয়ে বেশি অনিরাপদ বাংলাদেশের নারীরা। গড়ে অনলাইনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্টে অপপ্রচারের শিকার হন ১৪.২৯ শতাংশ নারী। একই ধরনের অপরাধের শিকার হন ১২.৭৮ শতাংশ পুরুষ। অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাকিং/ তথ্য চুরির শিকার নারী- পুরুষের অনুপাতে পুরুষের অবস্থান দ্বিগুনের চেয়ে বেশি।
এক্ষেত্রে ১৩.৫৩ শতাংশ পুরুষ আক্রান্ত হলেও নারী আক্রান্তের হার ৫.২৬ শতাংশ। অপরাধের ধরনে তৃতীয় অবস্থানে থাকা ছবি বিকৃতির মাধ্যমে অনলাইনে অপপ্রচারে নারী-পুরুষের এই অনুপাত অনেকটাই বিপ্রতীপ বলা চলে। এই অপরাধে আক্রান্ত নারীর হার ১২.০৩% হলেও পুরুষের বেলায় তা ৩.৭৬%। অনলাইনে হুমকিমূলক বার্তা প্রাপ্তির হার নারী ৯.৭৭% এবং পুরুষ ভুক্তভোগী ৩.৭৬%।
তবে হয়রানির শিকার হলেও ভুক্তভোগীদের ৩০ শতাংশই এর বিরুদ্ধে কীভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হয় সে বিষয়ে জানেন না। বাকীদের মধ্যে ২৫ শতাংশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করেও কোনো লাভ হবে না ভেবে অভিযোগ করেন না।