একটা ফোন কত ভালো হতে পারে? এখন তো স্মার্টফোনে এআইয়ের যুগ। সেরা এআই কতটা উন্নত হতে পারে তা দেখাবে হুয়াওয়ের মেট ২০। কেমন হবে ফোনটি? যাঁরা আশায় আছেন তাদের জন সুখবর। চীনা ওয়েবুতে মেট ২০ ফোনটির এক ঝলক দেখা গেছে। এটাই মেট ২০ নিয়ে ফাঁস হওয়া প্রথম ছবি।
ফাঁস হওয়া ছবিতে দেখা যাচ্ছে মেট ফোনটেতে মসৃণ সিমেট্রিক্যাল বডি রয়েছে।
সূত্র বলছে, মেট ২০ সিরিজ হবে বিশ্বের প্রথম নান্দনিক ডিজাইনের ফোন। একে যুগান্তকারী ডিজাইন বলা হবে। এ ফোনের মধ্য দিয়ে ইউএসবি সি পোর্টে স্পিকার আর মাইক্রোফোন যুক্ত থাকবে।
এতে ব্যবহৃত হবে সর্বাধুনিক প্রসেসর। উন্নত সফটওয়্যার। ফ্ল্যাগশিপ যাকে বলে! এমনিতে তো আর অ্যাপলের নতুন আইফোনকে চ্যালেঞ্জ করেনি হুয়াওয়ে!