নতুন গেম নিয়ে হাজির হলো হিরোজ অব ৭১ গেমটি নির্মাতা প্রতিষ্ঠান মাইন্ডফিশার। লস্ট রনিন নামে টুডি রানার গেমটি সম্প্রতি প্লেস্টোরে উন্মোচন করা হয়েছে। গেমটিতে রয়েছে ছয়টি ওয়ার্ল্ড এবং ১৮টি লেভেল। গেমে গেমারকে একটি দেয়ালের উপর দিয়ে চলতে হবে। চলার পথে অনেক বাধা আসবে। লাফ দিয়ে সে বাধাগুলো অতিক্রম করতে হবে।বাধা অতিক্রমের জন্য স্ক্রিনে ট্যাপ করলেই গেমের চরিত্রটি লাফ দেবে। গেমের প্রতিটি লেভেলে রয়েছে নিজস্ব মিউজিক। অফলাইনে সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করে খেলা যাবে গেইমটি। গেমটি খেলতে কোনো বিজ্ঞাপন ঝামেলা পোহাতে হবে না।মাইন্ডফিশার গেমসের তৈরি ‘হিরোজ অব ৭১’ ছিল মুক্তিযুদ্ধ নির্ভর শুটিং গেম। এরপর উন্মোচন হওয়া ‘মুক্তি ক্যাম্প’ ছিল কৌশলগত গেম। এবার একটু নতুন ধাঁচে লস্ট রনিন। বর্তমানের অ্যান্ড্রয়েড সংস্করণের জন্য গেমটি আনা হয়েছে। মাত্র ১৯ মেগাবাইট সাইজের গেমটি প্লেস্টোর থেকে বিনা খরচে ডাউনলোড করা যাবে।
দেশের উদ্যোক্তাদের নতুন গেম লস্ট রনিন
previous post