বিশ্বের দ্রুততম বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশের স্মার্টফোন বাজারে দ্রুততম চার্জিং সমাধান নিয়ে আসছে। অতি সম্প্রতি ব্র্যান্ডটি ৬৫ ওয়াটের সুপারডার্ট চার্জিং এর সুবিধাসম্পন্ন স্মার্টফোন লঞ্চ করবে। বাংলাদেশের বাজারে ৬৫ ওয়াটের সুপারডার্ট চার্জিং এর এটিই প্রথম স্মার্টফোন, যা দেশে সবচেয়ে দ্রুতগতির চার্জিং সমাধান।
৬৫ ওয়াট সুপারডার্ট চার্জিং এর মাধ্যমে ৪,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি সম্পূর্ণ চার্জ দিতে মাত্র ৩৪ মিনিট সময়ের প্রয়োজন। তাড়াহুড়োর মুহূর্তে এই বড় ব্যাটারি মাত্র ১২ মিনিটেই ৫০ শতাংশ পর্যন্ত চার্জ নিতে পারে, যা তরুণ প্রজন্মকে আরো গতিশীল করতে পারে। এমনকি হাই গ্রাফিক্সের গেমিং এর সময়ও সুপারডার্ট চার্জ ৩০ মিনিটে ৪৩ শতাংশ পর্যন্ত চার্জ করতে পারে। বাংলাদেশে রিয়েলমি এর নতুন ফোনটিই হবে দ্রুততম চার্জিং স্মার্টফোন।
চার্জিং শিল্পে রিয়েলমি করেছে ট্রেন্ডসেট। দুটি ২,২৫০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি সেলের সমন্বয়ে ৪,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিকে সরাসরি ১০ ভোল্ট ৬.৫ অ্যাম্পিয়ারে মাইক্রো কন্ট্রোল ইউনিট কন্ট্রোলের (এমসিইউ) মাধ্যমে চার্জ করতে পারে ৬৫ ওয়াট সুপারডার্ট চার্জ। ডিসচার্জিং প্রক্রিয়ায় সুপারডার্ট একটি চার্জ পাম্প ব্যবহার করে ডুয়াল-সেল ব্যাটারির ভোল্টেজ অর্ধেক করে চার্জিং এর গতি এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। সমগ্র চার্জিং প্রক্রিয়াটি পরিপাটিভাবে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ভেতরে নিয়ন্ত্রিত হয় এবং অতিরিক্ত গরম প্রতিরোধে ঠান্ডা করা হয়। এসময় বৈদ্যুতিক শক্তির ৯৮ শতাংশ রূপান্তর নিশ্চিত করা হয়।
এই অসাধারণ ফিচার স্মার্টফোন ব্যবহারকারীদের অনন্য বিনোদন প্রদান করবে এবং এ সময় ফোনের ব্যাটারি নিয়েও কোন চিন্তা করতে হবে না। অত্যাধুনিক আরো সব ফিচার নিয়ে আসন্ন স্মার্টফোনের বাজার মূল্য ফ্যানদেরকে একটি চমক দিবে বলে আশা করছে রিয়েলমি। একটি আকর্ষণীয় লঞ্চিং ইভেন্টে একটি স্মার্টফোন মাত্র ৩ মিনিটের মধ্যে কত চার্জ গ্রহণ করতে পারে তাও তুলে ধরা হবে।
রিয়েলমি:
ই-কমার্সের বিস্তৃত প্রেক্ষাপটে দৃঢ় পারফরমেন্স এবং ট্রেন্ডি ডিজাইন সরবরাহকারী ডিভাইস হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ২০১৮ সালের মে মাসে রিয়েলমি প্রতিষ্ঠিত হয়েছিল। রিয়েলমির বিভিন্ন পণ্য প্রবর্তনের সাথে সাথে তাদের ‘পাওয়ার’ এবং ‘স্টাইল’ এর জন্য ব্যাপক স্বীকৃতি অর্জন করেছে। ভারতে রিয়েলমি দীপাবলির সময় ৩ দিনের মধ্যে ১ মিলিয়ন মোবাইল ফোন বিক্রি রেকর্ড গড়েছিল। রিয়েলমি দক্ষিণ-পূর্ব এশিয়ার লাজাদার বিক্রির রেকর্ডও ভেঙে এই প্ল্যাটফর্মের মোবাইল ফোন বিভাগে ১ নম্বর ব্র্যান্ডে পরিণত হয়েছিল। চীন, ভারত, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, মিশর ইত্যাদির মতো খুব অল্প সময়ের মধ্যেই রিয়েলমে ৬১টিরও বেশি দেশের বাজারে প্রবেশ করেছে। ফেব্রুয়ারি ২০২০, রিয়েলমি বাংলাদেশের বাজারে প্রবেশ করেছে। রিয়েলমি শক্তিশালী পারফরম্যান্স, আড়ম্বরপূর্ণ ডিজাইন, আন্তরিক পরিষেবাগুলো সরবরাহ এবং স্মার্টফোনের আরও সম্ভাবনা অন্বেষণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।