চীনা কোম্পানি ট্রানশানের বিশ্বের অনেক দেশে সুনাম আছে। বাংলাদেশের বাজারেও ভালো করছে। চলতি বছরেই বাংলাদেশে স্মার্টফোন তৈরি করবে প্রতিষ্ঠানটি। শুধু তাই নয় বাংলাদেশ থেকে স্মার্টফোন রপ্তানি করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে প্রতিষ্ঠানটি। ট্রানশান বাংলাদেশের সিইও রেজওয়ানুল হক এ তথ্য জানান। তিনি বলেন, ট্রানশানের দুটি ব্র্যান্ড টেকনো ও আইটেল বাংলাদেশে ভালো করছে। শিগগিরই দেশে উৎপাদন শুরু করে। কম খরচে ভালো মানের স্মার্টফোন গ্রাহকদের তুলে দেওয়া হবে। অনেক নতুন পোর্টফলিও থাকবে। সুখবর হচ্ছে দুটি ব্র্যান্ড ভালোভাবে বাংলাদেশের ক্রেতারা গ্রহণ করেছে। বাংলাদেশে মোবাইল বাজারে দ্বিতীয় স্থানে চলে এসছেে ট্রানশান।
দেশে তৈরি হবে আইটেল, টেকনোর ফোন
previous post