দেশে সর্বশেষ মোবাইল ফোন গ্রাহক সাড়ে ১৪ কোটি ছাড়িয়েছে।বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসাবে দেশে এখন ১৪ কোটি ৫১ লাখ ১১ হাজার সক্রিয় গ্রাহক রয়েছে। এর আগে দেশে প্রথমবারের মতো মোবাইল গ্রাহক ১৪ কোটির মাইলফলক ছাড়ায় গত নভেম্বরে। সেপ্টেম্বরের হিসাবে দেশে মোবাইল গ্রাহক ছিল ১৪ কোটি ৭ লাখ।রোববার বিটিআরসি যে হিসাব প্রকাশ করেছে সেখানে ডিসেম্বরের শেষে দেশে সক্রিয় মোবাইল ফোন গ্রাহক ১৪ কোটি ৫১ লাখ ১১ হাজার হয়েছে। যা সেপ্টেম্বরের চেয়ে ৪৪ লাখ বেশি।বিটিআরসির ওই হিসাবে দেখা যাচ্ছে, দেশে এখনো শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন। তাদের গ্রাহক সংখ্যা ৬ কোটি ৫৩ লাখ ২৭ হাজার। গ্রামীণফোনের পরেই চার কোটি ২৯ লাখ ৮ হাজার গ্রাহক নিয়ে দ্বিতীয় শীর্ষ অপারেটর হিসেবে রয়েছে রবি। আর তৃতীয় অবস্থানে রয়েছে বাংলালিংক। তাদের গ্রাহক সংখ্যা ৩ কোটি ২৩ লাখ ৮৪ হাজার।অপরদিকে দেশের একমাত্র সরকারি মোবাইল অপরেটর টেলিটকের গ্রাহক সংখ্যা ৪৪ লাখ ৯৪ হাজার। যা আগের মাসে ছিল ৩২ লাখ ৪১ হাজার।৯০ দিনের মধ্যে যেসব গ্রাহক ডাটা, ভয়েস অথবা এসএমএস বা অন্যান্য কিছু ব্যবহার করেন তাদের সক্রিয় গ্রাহক বিবেচনা করে বিটিআরসি।
Baadshah
Baadshah is a professional It blogger and writer.
previous post
দেশের উদ্যোক্তাদের নতুন গেম লস্ট রনিন
next post