ফার্স্ট পারসর শুটার গেইম প্লেয়ার আননোনস ব্যাটলগ্রাউন্ডস বা পাবজিতে এসেছে নতুন ফিচার।
নতুন আরেকটি আপডেট এসে গেইমটিতে বেশকিছু ফিচার যোগ করা হয়েছে। অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্লাটফর্মের জন্যই ফিচারটি উন্মুক্ত করা হয়েছে।
জনপ্রিয় এই ব্যাটেল রয়্যাল ঘরানার গেইমে যোগ হয়েছে জোম্বিয়া : ডার্কেস্ট নাইট মোড। এই আপডেটের সাইজ ৪৭৫ মেগাবাইট।
সম্প্রতি পাবজি নির্মাতা প্রতিষ্ঠান টেনসেন্ট ‘পাবজি মোবাইল ক্লাব ২০১৯’ অনলাইনে গেইমিং লঞ্চ করেছিল। তার সপ্তাহ না পেরুতেই আপডেট আসলো। আর সেই অনলাইন প্রতিযোগিতায় অংশ নেবে সার বিশ্ব থেকে ২০ কোটি গেইমার।
পাবজি মোবাইল আপডেট ০.১২-তে যুক্ত হওয়া নতুন ফিচার
- নতুন ফিচার : ইভোজোন (EvoZone)
- নতুন ইভোজোন মোড : ডার্কনেস্ট নাইট
- গোটা রাত জোম্বির সঙ্গে যুদ্ধ করে জীবিত থাকুন
- সকালে যে দল জিবিত থাকবে তারাই বিজয়ী
- সার্ভাইভ টিল ডন মোডে একাধিক পরিবর্তন এসেছে
- অটোমেটিক দরজ খোলার অপশানে উন্নতি হয়েছে
- ডায়নামিক ওয়েদার মোডে উন্নতি হয়েছে
এছাড়াও পাবজি মোবাইল আপডেট ০.১২-তে যোগ হয়েছে একাধিক নতুন ফিচার।