ফেসবুক কি মানুষের আকর্ষণ ধরে রাখতে পারছে না? অন্তত সাম্প্রতিক পরিস্থিতি তাই বলছে। গত কয়েক মাস আগে থেকেই ফেসবুকের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এ প্ল্যাটফর্মে মানুষের সময় না দেওয়ার বিষয়টি। মানুষ এখন সত্যিই ফেসবুকে সময় দিচ্ছে কম। বিখ্যাত জরিপকারী প্রতিষ্ঠান নিয়েলসেনের করা সাম্প্রতিক এক জরিপে এ তথ্য উঠে এসেছে।গত বছরের নভেম্বরে নিয়েলসেনের তথ্য বিশ্লেষণ করেছে সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান পিভোটাল। ওই তথ্য অনুযায়ী, ফেসবুকে মোট কাটানো সময়ের ৪ শতাংশ কমে গেছে। ডিসেম্বর মাসে ফেসবুকের অবস্থা আরও খারাপ হয়েছে। ওই সময় ফেসবুকের মূল প্ল্যাটফর্মে মোট কাটানো সময়ের ১৮ শতাংশ কমতে দেখা গেছে। এটি আগের মাসের চেয়ে ব্যাপক পরিবর্তন। পিভোটালের তথ্য অনুযায়ী, প্রতি ব্যক্তির হিসেবে ফেসবুকে সময় দেওয়ার হার ২৪ শতাংশ কমে গেছে। ফেসবুকের মতো ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা সক্রিয়তা কমিয়েছেন। প্রতি ব্যক্তির হিসেবে ইনস্টাগ্রামে সময় কাটানোর হার ৯ শতাংশ কমেছে।সব মিলিয়ে ফেসবুকের জন্য বিশাল এক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। ফেসবুকে একদিকে মানুষ সময় যেমন কম দিচ্ছে তেমনি এতে লাইক, কমেন্ট করছে কম। এর কারণ হতে পারে, ফেসবুকের সাম্প্রতিক অ্যালগরিদম পরিবর্তন। ফেসবুকের নিউজফিডে পরিবর্তন এনেছে ফেসবুক। এতে খবর দেখানোর পরিবর্তে বেশি করে বন্ধু ও পরিবারের পোস্ট দেখানো হচ্ছে। অবশ্য ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এ ধরনের পরিবর্তনের কথা মেনে নিতে বলেছিলেন। তবে, ফেসবুকের প্রতি মানুষ যে আকর্ষণ হারাচ্ছে এ সংখ্যাগুলো তারই প্রমাণ।এ ধারা অব্যাহত থাকলে ফেসবুক-গুগল থেকে মানুষের আগ্রহ অন্যদিকে যেতে দেখব। কিন্তু প্রশ্ন হচ্ছে-ফেসবুকের জায়গা কে নেবে? তথ্যসূত্র: ফাস্টকোম্পানি।
Baadshah
Baadshah is a professional It blogger and writer.
previous post