বাজারে আসছে তালপাতা ব্র্যান্ডের ল্যাপটপ। শিগগির বাজারে পাওয়া যাবে। ল্যাপটপটির দাম থাকবে হাতের নাগালে ১০ হাজার টাকার মতো। তৈরি করছে ডেটাসফট। দেশে তৈরি ব্র্যান্ড এটি। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী মোস্তাফা জব্বার আজ ল্যাপটপ মেলায় এ তথ্য জানান।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আজ থেকে বসছে তিন দিনব্যাপী ‘এফোরটেক সামার ল্যাপটপ ফেয়ার ২০১৮’। চলবে ৪ আগস্ট পর্যন্ত। ল্যাপটপ মেলা হলেও ট্যাবলেটসহ অনেক ইলেকট্রনিক্স ও আইটি সরঞ্জামাদি পাওয়া যাবে এই মেলায়।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রবেশ মূল্য ৩০ টাকা। তবে স্কুলের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরিহিত অবস্থায় কিংবা পরিচয়পত্র প্রদর্শন করে বিনামূল্যে প্রবেশ করতে পারবে।
মেলার আয়োজন প্রতিষ্ঠান এক্সপো মেকার জানিয়েছে, এবারের মেলাতে অংশ নিচ্ছে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিপণনকারী বেশকিছু প্রতিষ্ঠান। মেলায় অংশগ্রহণকারীরা সর্বশেষ প্রযুক্তির পণ্য প্রদর্শন ও বিক্রির সঙ্গে মূল্যছাড় ও উপহার দেবে। থাকবে স্ক্র্যাচকার্ড, র্যাফেল ড্রতে উপহার জেতার সুযোগ। মেলায় সর্বশেষ সংস্করণের ল্যাপটপ ছাড়াও প্রদর্শনীতে ইন্টারনেট সিকিউরিটি পণ্য ও ল্যাপটপের আনুসঙ্গিক গ্যাজেটও পাওয়া যাবে। মোড়ক উম্মোচন হবে বেশ কয়েকটি নতুন মডেলের ল্যাপটপের। ল্যাপটপ মেলা উপলক্ষে এবারও মেলার ইভেন্ট পেইজে কুইজ কনটেস্টের আয়োজন করা হয়েছে।
২ comments
[…] বাজারে আসছে তালপাতা ব্র্যান্ডের ল্যা… […]
[…] থেকে শুরু হয়েছে তিন দিনের এফোরটেক ল্যাপটপ ফেয়ার ২০১৮। চলবে ৪ আগস্ট পর্যন্ত। ল্যাপটপ […]