গণজমায়েত এড়ানোর পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে থানার পুলিশ সদস্যরা আন্তরিকতার সঙ্গে এসব সহায়তা সামগ্রী প্রদান করে। এ সময় বিভিন্ন ধর্মের যেমন-মসজিদে কর্মরত মুয়াজ্জিন, মন্দিরের সেবায় নিয়োজিত পুরোহিত, গির্জায় কাজ করা কর্মীসহ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতীকী হিসেবে উক্ত শ্রেণিপেশার প্রতিনিধিদের সহায়তা দেয়ার পর বাকীদের নিজেদের গাড়ি দিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে বাড্ডা থানা পুলিশ।
তিনি আরো বলেন, পুলিশ বাহিনী আপনাদের সেবায় সব সময় পাশেই আছে। তাই আপনারা চিন্তিত হবেন না। যে কোন প্রয়োজনে আমাদেরকে ফোন/ফেসবুকে অবহিত করুন। আমরা আপনাদের ২৪ ঘন্টা সেবাদানে প্রস্তুত। তারপরেও আপনারা একান্ত প্রয়োজন ছাড়া করোনাভাইরাসের এই সময়ে বাইরে বের হবেন না।
এ সময় তৌহিদ হোসেন বলেন, নিজের জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করছি মানুষের কল্যাণে কাজ করতে। যারই প্রেক্ষিতে বাড্ডা পুলিশের সঙ্গে মিলে এই কাজে অংশ নিয়েছি। যতটুকু পেরেছি তাদের সঙ্গে শরীক হয়ে সহায়তা করেছি। আগামীতেও এই প্রচেষ্টা আন্তরিকভাবে অব্যাহত থাকবে।