গত শনিবার, বেসিস সভাকক্ষে “বর্তমান বিশ্বে নারীর ক্ষমতায়নে তথ্যপ্রযুক্তির ব্যাবহার “- শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বেসিস উইমেন্স ফোরাম আয়োজিত “Use of ICT in empowering Women in today’s world” বিষয়ক চারটি পর্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে্ সভাপতিত্ব করেন বেসিস-এর জ্যেষ্ঠ সহ-সভাপতি ও বেসিস উইমেন্স ফোরামের আহ্বায়ক সামিরা জুবেরী হিমিকা।
চারটি পর্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে্ মূলত; বাংলাদেশে তথ্যপ্রযুক্তিখাতে নারীর অংশগ্রহন বাড়াতে বেসিসের উইমেন্স ফোরামের কার্যক্রম, সাইবার অপরাধ এবং সাইবার নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি বিষয় অধ্যায়নে নারীদের অংশগ্রহন এবং এ বিষয়ে তাদের ক্যারিয়ার গড়ে তোলার সম্ভাবনা এবং সমস্যা, তথ্যপ্রযুক্তি ভিত্তিক পেশা এবং ব্যবসায় নীতি নির্ধারনী পর্যায়ে নারীর অংশগ্রহন এবং তথ্যপ্রযুক্তিতে নারীর সফলতার গল্পগুলোকে কিভাবে অন্যদের অনুপ্রানিত করার জন্য সবার মাঝে ছড়িয়ে দেয়া যায় –ইত্যাদি বিষয় গুলো নিয়ে আলোচনা করা হয়।