গুগলের সিইও সুন্দর পিচাই বলেছেন, গুগলের সাবেক জ্যেষ্ঠ সফটওয়্যার প্রকৌশলী জেমস ডিমোরকে বরখাস্ত করায় তার কোনো আফসোস নেই।শুক্রবার এক টিভি অনুষ্ঠানে সাক্ষাৎকার দিতে এসে পিচাই বলেন, তাকে বরখাস্ত করার সিদ্ধান্তটা সঠিক ছিলো।গত বছর গুগলের বিরুদ্ধে বৈষম্যমূলক নীতি মেনে চলার অভিযোগ আনেন জেমস ডিমোর। এই বিষয়ে তিনি ১০ পৃষ্ঠার একটি চিঠি লেখেন। ‘গুগলের আদর্শিক ইকো চেম্বার’ শিরোনামে লেখা ওই চিঠিতে নারীদের শারীরিক পার্থক্যের কারণেই গুগলে তাদের সংখ্যা কম বলে উল্লেখ করেছিলেন ডিমোর।সেসময় জেমসের বক্তব্যকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছিলো সুন্দর পিচাই।এ ঘটনায় চাকরি হারানোর পর জেমস ডিমোর ইউটিউবে এক ভিডিও প্রকাশ করে বলেন, গুগল তার চরিত্রে কালিমা লেপন করেছে।এরপরে গত বছরের অগাস্টে তিনি ওয়াল স্ট্রিট জার্নালে একটি খোলা চিঠিও লেখেন। চিঠির শিরোনাম ছিলো, কেনো গুগল আমাকে চাকরিচ্যুত করেছিলো।
Baadshah
Baadshah is a professional It blogger and writer.
previous post
৬৫ শতাংশের হাতে আইওএস ১১
next post
১ comment
গুগলের আদর্শিক ইকো চেম্বার’ শিরোনামে লেখা ওই চিঠিতে নারীদের শারীরিক পার্থক্যের কারণেই গুগলে তাদের সংখ্যা কম বলে উল্লেখ করেছিলেন ডিমোর। Bangla Online Newpaper http://bangla.earthtimes24.com