এবার বুঝবেন সুনীল গাভাস্কার। তার ফেসবুক আইডি আউট। বাংলাদেশ ক্রিকেট দলকে ব্যঙ্গ করেছিলেন তিনি। ফলে তার আইডিকে রিপোর্ট করেছে একদল ফেসবুক হ্যাকার। ফলে সুনীল গাভাস্কারের ফেসবুক আইডি মুছে দিয়েছেে ফেসবুক।এ খবরটি এখন ফেসবুকে ভাইরাল। সুনীল গাভাস্কারের অবশ্য কোনো মত পাওয়া যায়নি। টুইটও করেননি এ বিষয়ে।
ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। যিনি ১৯৮১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এলবি দেয়াকে কেন্দ্র করে সতীর্থকে নিয়ে মাঠ ছেড়ে উঠে গিয়েছিলেন। সেই সুনীল গাভাস্কারই কি-না সাকিব আল হাসানের কঠোর সমালোচনা করলেন!
সাকিবের আচরণ সুনীল গাভাস্কারের ভালো লাগেনি। তিনি কঠোর শাস্তি দাবি করেছিলেন সাকিবের। শুধু তাই নয়, বাংলাদেশি ক্রিকেটারদের জয় উদযাপনের আলোচিত ‘নাগিন’ নাচকেও ব্যঙ্গ করেছেন তিনি। যে কারণে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয় তাকে নিয়ে। বিশেষ করে, ফেসবুকজুড়ে সমালোচনার ঝড় বয়ে যায় ভারতের জীবন্ত কিংবদন্তি এই ক্রিকেটারকে নিয়ে।
সুনীলের ব্যঙ্গাত্মক নাচ এবং সাকিবের প্রতি বিশোদগার করার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা। এ কারণে বাংলাদেশের ইথিকাল হ্যাকারদের একটি গ্রুপ ফেসবুকে রিপোর্ট করে সুনীল গাভাস্কারের ফেসবুক আইডিটি মুছে ফেলতে বাধ্য করে।
সোমবার সন্ধ্যায় সুনিলের আইডিটি মুছে ফেলে ফেসবুক। কারণ হিসেবে ফেসবুক জানায়, ‘সুনীল গাভাস্কারের প্রোফাইলটি ফেসবুকের সাম্প্রদায়িক মানদণ্ড অনুযায়ী পরিচালিত না হওয়ায় এটি মুছে ফেলা হয়েছে।সাইবার-৭১, উই হ্যাক টু প্রোটেক্ট বাংলাদেশ- নামক একটি ফেসবুক পেজে এই সু’খবরও জানিয়ে দেয়া হয়। সেখানে তারা ফেসবুক কর্তৃক সুনিল গাভাস্কারকে লেখা বার্তার স্ক্রিন শর্টও প্রকাশ করে।
সুনীল গাভাস্কারের ফেসবুক আইডি আউট!
previous post