কম টাকায় ভালো ল্যাপটপ লাগবে?দেশের অন্যতম খ্যাতনামা প্রযুক্তি পণ্যের প্রতিষ্ঠান স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডে সাশ্রয়ী দামে পাওয়া যাচ্ছে যুক্তরাষ্ট্রের আইলাইফ ব্র্যান্ডের ‘জেড এয়ার’ মডেলের নতুন ল্যাপটপ। মাইক্রোসফটের অরিজিনাল উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম সমৃদ্ধ এই ল্যাপটপটি দেশের বাজারে বিদেশি ব্র্যান্ডের সবচেয়ে সাশ্রয়ী দামের ল্যাপটপ। চমৎকার ডিজাইন, হালকা-পাতলা গড়নের আইলাইফের ‘জেড এয়ার’ ল্যাপটপ দেখতেও খুব আকর্ষণীয়।জেড এয়ার ল্যাপটপটির মূল্য মাত্র ১৬,৪৯৯ টাকা। উন্নত পারফরম্যান্স নিশ্চিতে ল্যাপটপটিতে রয়েছে ইন্টেলের কোয়াড কোর প্রসেসর এবং ২ জিবি র্যাম। এইচডি কোয়ালিটির ডিসপ্লের সাইজ ১৪ ইঞ্চি। রয়েছে ১০ হাজার এমএএইচ ব্যাটারি, যার মাধ্যমে ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ ছাড়াই ল্যাপটপটি চালানো যাবে।ল্যাপটপটির বিল্ট-ইন স্টোরেজ ৩২ জিবি হলেও এসডি কার্ডের মাধ্যমেও আরো ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে। ওজন মাত্র ১.২৫ কেজি হওয়ায় এটি সহজেই বহনযোগ্য।মাইক্রোসফট অফিসের কাজ, যেমন এমএস ওয়ার্ড, এক্সেল, প্রেজেন্টেশন, ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি ফটোশপ, অটো-ক্যাডের কাজেও পারদর্শী সাশ্রয়ী দামের জেড এয়ার ল্যাপটপ। এতে আরো রয়েছে ২টি ইউএসবি পোর্ট টু, মিনি এইচডিএমআই পোর্ট ও ওয়াই-ফাই সুবিধা। এক্সটারনাল হার্ডডিস্ক ও পেনড্রাইভ ব্যবহার করা যাবে ল্যাপটপটিতে।এখানে উল্লেখ্য যে, স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডে সস্প্রতি বাংলাদেশ আইসিটি জানালিস্ট ফোরামের পিকনিকে এই মডেলের একটা ল্যাপটপ গিফট হিসেবে প্রদান করেছে।১ বছরের ওয়ারেন্টি সেবা পাওয়া যাবে আইলাইফ জেড এয়ার ল্যাপটপটিতে। যোগাযোগ : ০১৭০৯৯৯৫৪০৩, ০১৭০৯৯৯৫৪০৬।
Baadshah
Baadshah is a professional It blogger and writer.
previous post