ইউটিউবে সবচেয়ে বেশি দেখা ‘দেসপাসিতো’-সহ আরো ডজনখানেক শিল্পীর মিউজিক ভিডিও হ্যাক হয়েছে। আর হ্যাকড ভিডিওগুলোর নিচে লেখা হচ্ছে ‘ফ্রি প্যালেস্টাইন’ (ফিলিস্তিনকে মুক্ত করো)।
এ পর্যন্ত ইউটিউবে ৫০০ কোটির বেশিবার দেখা হয়েছে ‘দেসপাসিতো’ ভিডিওটি। হ্যাক হওয়া অন্য শিল্পীদের তালিকায় রয়েছেন সাকিরা, সেলেনা গোমেজ, দ্রাকে এবং টেইলর সুইফট।
দেসপাসিতো ভিডিওটি ইতোমধ্যে সরিয়ে ফেলেছে হ্যাকাররা। সেই ভিডিওর স্থানে একদল লোককে মুখোশ পরে বন্দুক হাতে দেখা যাচ্ছে সেখানে। হ্যাকাররা নিজেদের প্রোসওক্স এবং কুরোয়াস বলে পরিচয় দিচ্ছে। আর সেখানে ভিডিওর নীচে লেখা ‘ফ্রি প্যালেস্টাইন’।
এর প্রকৃত ভিডিও কনটেন্টের কোনো ক্ষতি করা হয়নি। শুধু এর টাইটেল ও অন্যান্য অংশগুলো বদলানো হয়েছে। অনেক ভিডিওর টাইটেল বদলানো হয়েছে যেগুলোয় হ্যাকারদের নাম ব্যবহার করা হয়েছে। তবে স্বল্প কিছু ভিডিওর কাভার ফটো বদলানো হয়েছে।