গুগল প্রতি মাসে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের পরিসংখ্যান প্রকাশ করে থাকে।অ্যাপল নিয়মিত তা প্রকাশ না করলেও সম্প্রতি আইওএস ব্যবহারকারীদের পরিসংখ্যান প্রকাশ করেছে টেক জায়ান্টটি।পরিসংখ্যানে দেখা যায়, বর্তমানে ৬৫ শতাংশ আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীর ডিভাইসে আইওএস ১১ ইন্সটল করা রয়েছে। ২৮ শতাংশ ব্যবহারকারী আইওএস ১০ ব্যবহার করেন আর মাত্র সাত শতাংশ আইওএস ১০ এর আগের সংস্করণ ব্যবহার করেন।সম্প্রতি অভিযোগ উঠেছে নতুন আপডেট দিয়ে অ্যাপল ইচ্ছে করে পুরানো মডেলের আইফোন স্লো করে দিচ্ছে । অভিযোগে বলা হয়েছে, নতুন মডেলের আইফোন কিনতে ক্রেতাদের বাধ্য করতে এমনটা করছে অ্যাপল। তবে অভিযোগ ওঠার পর তা স্বীকার করে দু:খ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।তবে কারণ হিসেবে অ্যাপল বলেছে, আইফোনের ব্যাটারি বেশি পুরানো হয়ে গেলে ফোন হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে এবং দ্রুতগতিতে কাজ করতে পারে না। তাই গতি কমিয়ে দেওয়া হয়।
Baadshah
Baadshah is a professional It blogger and writer.
previous post
আবার আসছে নকিয়ার নতুন ফোন
next post