সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে অধিকাংশ অ্যাপ থেকে নেওয়া ডেটা সংগ্রহ করে তা গুগলের সঙ্গে শেয়ার করা হয়। যুক্তরাজ্যে অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা গুগল প্লে স্টোর থেকে ৯,৫৯,০০০ অ্যাপ নিয়ে এই গবেষণা পরিচালনা করেন। এতে দেখা যায়, প্রায় ৯০ শতাংশ অ্যান্ড্রয়েড অ্যাপ গুগলের সঙ্গে ডেটা শেয়ার করে থাকে।
এ ছাড়াও প্রায় অর্ধেক অ্যাপ অন্তত ১০টি তৃতীয় পক্ষের সঙ্গে ডেটা শেয়ার করে বলেও জানা যায়। এসব তৃতীয় পক্ষের মধ্যে ফেসবুক আর টুইটারের মতো প্রতিষ্ঠানও রয়েছে। বিজ্ঞাপন আর ডেটা শেয়ার করে আয়ের উপর নির্ভর করা বিনামূল্যের অ্যাপগুলো নিয়ে এই গবেষণা পরিচালনা করেন গবেষকরা।
এসব অ্যাপের মাধ্যমে সংগ্রহ করা ডেটার মধ্যে ব্যবহারকারীদের বয়স, লিঙ্গ, ঠিকানার মতো তথ্য থাকে বলে উল্লেখ করা হয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট এর প্রতিবেদনে।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, ‘তৃতীয় পক্ষের সঙ্গে সম্পৃক্ততা থাকার দিক থেকে সংবাদ অ্যাপ আর শিশুদের লক্ষ্য করে বানানো অ্যাপগুলো সবচেয়ে বাজে।’ এ বিষয়ে সংকেতায়িত যোগাযোগ অ্যাপ ওয়্যারের প্রধান নির্বাহী মর্টেন ব্রগার বলেন, ‘অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষণার ফলাফল দুঃখজনকভাবে অবাক করা নয়। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছে ব্যবহারকারীদের ডেটা কাজে লাগানোর আকর্ষণীয় ব্যবসা মডেল রয়েছে। ’