যাত্রা শুরু করল দেশের অন্যতম ডিজিটাল মেগা শপিং প্লাটফর্ম ‘ই-ভ্যালি’। ঢাকার অভিজাত এক হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ই-ভ্যালির যাত্রা শুরু হয়।
৪র্থ শিল্প বিপ্লবের প্রতিযোগিতার এ-দ্বারপ্রান্তে সফলতা অর্জনের লক্ষ্য নিয়ে, দেশের সকল স্তরের ব্যবসায়ীদের পণ্য সহজ পন্থায় ডিজিটাল-বিশ্ববাজারে কেনা-বেচার উপযুক্ত প্রযুক্তি সেবার উদ্দেশ্যে ই-ভ্যালি ডিজিটাল মেগা শপিং মার্কেট-প্লেস প্রতিষ্ঠা করা হয়েছে।
ই-ভ্যালির কর্ণধার ও প্রতিষ্ঠানের সিইও মোহাম্মদ রাসেল জানান, ই-ভ্যালি ডিজিটাল মেগা শপিং প্লাটফরমে প্রায় ৩ মিলিয়নের অধিক স্ট্যান্ডার্ড প্রোডাক্ট ঝামেলাহীন খুচরা ও পাইকারি কেনা-বেচা করতে পারবে। সাথে থাকবে বিভিন্ন আকর্ষণীয় অফার।
তিনি আরও জানান, ই-ভ্যালির আনুষ্ঠানিক উদ্বোধনের অফার হিসেবে এক হাজার টাকার পণ্যে ১০০% ফ্রি শপিং এর সুযোগ রয়েছে প্রথম ৫০০ অর্ডার প্রদানকারীর জন্য। আরও রয়েছে, দেশের স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ডিজিটাল-বিশ্ববাজারে বিনামূল্যে নিবন্ধনের সুযোগে আন লিমিটেড প্রোডাক্ট ০% কমিশনে বিক্রয় করতে নিজেদের একটি উপযুক্ত ই-কমার্স প্লাটফর্ম।