রিভ অ্যান্টিভাইরাস এ সপ্তাহের সিকিউরিটি টিপস
অনলাইন সুরক্ষায় নিরাপদ ও শক্তিশালী পাসওয়ার্ডের কোনো বিকল্প নেই। সঠিকভাবে পাসওয়ার্ড সেট করতে মনে রাখবেন-
- 123456 বা 00000000- এধরণের কমন পাসওয়ার্ড দেয়া উচিত নয়। এছাড়াও নাম, মোবাইল নম্বর, জন্মতারিখ ইত্যাদি পাসওয়ার্ড হিসাবে দেয়া উচিত নয়।
- বর্ণ, সংখ্যা ও চিহ্ন মিলিয়ে পাসওয়ার্ড দিন। ডিকশনারিতে নেই এমন শব্দ বড় ও ছোট হাতের অক্ষরে মিলিয়ে তার সঙ্গে সংখ্যা ও চিহ্ন দিয়ে পাসওয়ার্ড সেট করুন।
- পাসওয়ার্ড কোথাও আলাদা করে লিখে বা সে’ভ করে রাখবেন না এবং কারো সাথে শেয়ার করতে নেই। একান্ত প্রয়োজনে শেয়ার করা হলেও কাজশেষে তা বদলে ফেলুন।
- দুই ধরণের আইডিতে একই পাসওয়ার্ড কিংবা আগে একবার ব্যবহার করা পাসওয়ার্ড আবার নতুন করে সেট করা – অনলাইনে নিরাপত্তার জন্য ক্ষতিকর। একেক অ্যাকাউন্টের জন্য একেক রকম পাসওয়ার্ড ব্যবহার করুন।
আদর্শ পাসওয়ার্ডের ধরণ
উদাহরণস্বরূপ চলুন একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করি।প্রথমে বড় ও ছোট হাতের মিলিয়ে ৩টি অক্ষর (a,B,c) নিয়ে তার সাথে দু’টি অংক (1,2) আর একটি চিহ্ন ($) যুক্ত করে ৬ অক্ষরের পাসওয়ার্ড তৈরি করুন। এবার যখন যে সাইটে এটা ব্যবহার করবেন তার প্রথম এবং শেষ অক্ষর যোগ করে দিন (যেমন গুগলে aBc12$ge আর ফেসবুকে aBc12$fk)! এতে সব সাইটে যেমন আলাদা আলাদা পাসওয়ার্ড দেয়া যাবে তেমনি সেসব মনে রাখাও সহজ হবে।
রিভ অ্যান্টিভাইরাস ফ্রি ট্রায়াল ডাউনলোড করতে ভিজিট করুনঃ https://www.reveantivirus.com/download
১ comment
সময় উপযোগী একটা উদ্দেগ বর্ত মানে অনেকে মনে করে আমার পাসওয়ার্ড শত্তিশালি তাদে বলবো এই লেখাটি পরে আপনাদের আইডি সুরক্ষিত করবে ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট করার জন্য