এবার অপো চমক দেখাবে। অপো আনবে ভাঁজ করা স্মার্টফোন। ভাঁজ করা যাবে এমন পর্দার ডিভাইস আনতে নতুন পেটেন্ট করেছে স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠানটি। পেটেন্ট থেকে ধারণা করা হচ্ছে পর্দার ভাঁজ খুলে স্মার্টফোনটি ট্যাবলেট হিসেবে ব্যবহার করা যাবে।
ভাঁজ করা যাবে এমন ডিভাইস তৈরি করতে এখন অনেক প্রতিষ্ঠানই কাজ করছে। এর মধ্যে স্যামসাং, এলজি ও অ্যাপলের মতো প্রতিষ্ঠান রয়েছে। এবার এই দলে যোগ হচ্ছে অপো।
পেটেন্ট থেকে এমনটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে- দেখতে সাধারণ স্মার্টফোনের মতোই হবে ডিভাইসটি, এর এক পাশে কোনো বেজেল রাখা হবে না, কিন্তু এর ভাঁজ খুলে ট্যাবলেটের মতো ব্যবহার করা যাবে।
গ্যালাক্সি সিরিজের আওতায় ভাঁজ করা যাবে এমন ওলেড পর্দার স্মার্টফোন আনার লক্ষ্যে কাজ করছে স্যামসাং।
আগের বছর নভেম্বরে অ্যাপলও এমন ধরনের ডিভাইস আনতে পেটেন্ট আবেদন করেছে। পেটেন্ট থেকে ধারণা পাওয়া গেছে যে, ‘বইয়ের মতো খোলা ও বন্ধ’ করা যাবে তাদের ডিভাইস।
অপো আনছে ভাঁজ করা স্মার্টফোন
previous post