সেলফি এক্সপার্ট এন্ড লিডার অপো নিয়ে এসেছে বিশ্বের সবচেয়ে দ্রুত চার্জিং প্রযুক্তি সুপার VOOC এবং দ্রুততম কার্যক্ষমতার জন্য ‘ফাস্ট লেন’ সম্পন্ন স্মার্টফোন আর১৭ প্রো। ফোনটিতে রয়েছে স্মার্ট অ্যাপারচার-এর দুর্দান্ত সেলফি ও ব্যাক ক্যামেরা এবং ’হিডেন’ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। গ্রাহকরা ১০ ডিসেম্বর থেকে বহুল প্রত্যাশিত অপো আর১৭ প্রো প্রি-বুকিং করতে পারবেন। ৬৯,৯৯০ টাকা মূল্যের এই ফোনটি বাজারে পাওয়া যাবে ১৫ ডিসেম্বর থেকে।
প্রিমিয়াম মানের অপো আর১৭ প্রো হ্যান্ডসেটটি প্রি-বুক করে গ্রাহকরা পাবেন একটি আকর্ষণীয় ব্লুটুথ হেডফোন এবং একটি গ্র্যাডিয়েন্ট স্পোর্টস ওয়াটার বোটল।
অপো আর১৭ প্রো-এর মাধ্যমে গ্রাহকেরা স্মার্ট ক্যামেরার সকল ধরনের ফিচার উপভোগ করতে পারবেন। ব্যাক ক্যামেরায় থাকছে ১২+২০ মেগাপিক্সেল সেন্সর এবং এটি ওআইএস অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনে সক্ষম। এছাড়াও স্মার্ট অ্যাপারচারের সুবিধা তো থাকছেই (এফ/১.৫-এফ/২.৪)। যখনই প্রাকৃতিক সৌন্দর্য সম্পন্ন সেলফি তোলার প্রসঙ্গ আসে, নিঃসন্দেহে এক্ষেত্রে অপোই সেরা। অপোর ২৫ মেগাপিক্সেল এআই ফ্রন্ট ক্যামেরা আপনার সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলবে।
অসাধারণ প্রযুক্তিগত উদ্ভাবনসমৃদ্ধ আর১৭ প্রো-তে রয়েছে ওয়াটার ড্রপ স্ক্রিন সম্পন্ন ৬.৪ ইঞ্চি ডিসপ্লে যার ৯১.৫% জুড়েই থাকছে স্ক্রিন। ওয়াটারড্রপের মূলভাব দ্বারা অনুপ্রাণিত স্ক্রিন সম্পন্ন এই আর১৭ প্রো-তে রয়েছে ৮ জিবি র্যা ম ও ১২৮ জিবি রম, যা পরিচালনা করবে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৭১০ প্রসেসর। এতে আরও রয়েছে নন-রিমুভ্যাবল লি-পো ৩,৭০০ এমএএইচ ব্যাটারি। অপো আর১৭ প্রো-তে থাকা আলট্রা-ফটোসেনসিটিভ সেন্সর এর কারনে যা সু¯পষ্ট ফিঙ্গারপ্রিন্ট ইমেজ নিশ্চিত করে। এছাড়াও অপোর কালার ওএস ৫.২ খুবই আধুনিক, কার্যকরী ও গ্রাহকবান্ধব।
অপো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, “আমাদের সম্মানিত গ্রাহকদের বহুল প্রত্যাশিত প্রিমিয়াম ফোন অপো আর১৭ প্রো-তে রয়েছে অত্যাধুনিক সব ফিচার, যা গ্রাহকদের জীবনকে করবে আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ। প্রযুক্তির সাথে উদ্ভাবনের সম্পর্ক স্থাপনের মাধ্যমে এই ফোনটি মোবাইল ফটোগ্রাফি প্রেমিক ও তরূণ প্রজন্মের জন্যই প্রস্তুত করা হয়েছে। আমি আশা করি, অপো আর১৭ প্রো স্মার্টফোনটি আমাদের গ্রাহকদের সন্তুষ্ট করবে ”।
অপো আর১৭ প্রো- কী এর ফিচার:
স্ক্রিন সাইজ : ৬.৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে+ ওয়াটারড্রপ স্ক্রিন
রিয়ার ক্যামেরা : ১২ মেগাপিক্সেল ও ২০ মেগাপিক্সেল, স্মার্ট অ্যাপারচার এফ/১.৫-২.৪
ফ্রন্ট ক্যামেরা : ২৫ মেগাপিক্সেল আর্টিফিসিয়্যাল ইন্টেলিজেন্স
অপারেটিং সিস্টেম : কালার ওএস ৫.২, এন্ড্রয়েড ৮.১
সিপিইউ : স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট
র্যাম : ৮ জিবি
স্টোরেজ : ১২৮ জিবি
ব্যাটারি : ৩৭০০এমএএইচ, নন রিমুভ্যাবল
সিম কার্ড টাইপ : ন্যানো-সিম/ ন্যানো-ইউএসআইএম, ৪জি
জিপিএস : সাপোর্টেড