অপোর নতুন সেলফি এক্সপার্ট এফ৯ বাজারে আসতে পারে শিগগিরই। এ বছরেই এফ ৯ বাজারে ছাড়ার লক্ষ্যে কাজ করছে চীনা কোম্পানি অপো।
নতুন সেলফি এক্সপার্ট ফোন এফ৯ ফোনটির টিজার ছবি দেখে এ সম্পর্কে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
ধারণা করা হচ্ছে এফ ৯ ফোনটির পেছনে থাকছে ডুয়াল ক্যামেরা, সামনে সেলফি ক্যামেরা থাকছেই। ক্যামেরা দুটির অবস্থান অনেকটা আইফোন ৮ প্লাসের মত।ফোনটির সামনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। এফ৭ এর মতো নচযুক্ত ডিসপ্লে থাকবে।
ফোনটির দামের বিষয়ে বা ফোনটি বাজারে আসার সম্পর্কে বিস্তারিত জানায়নি অপো।