সেলফি এক্সপার্ট অ্যান্ড লিডার অপো, চলতি মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশের বাজারে নতুন মডেলের হ্যান্ডসেট এ৭ নিয়ে আসার ঘোষণা দিয়েছে। এই হ্যান্ডসেটে রয়েছে শক্তিশালী ব্যাটারি, প্রিমিয়াম ও ফ্যাশনেবল ডিজাইন, সেরা মানের কার্যক্ষমতা, চমৎকার ওয়াটারড্রপ ডিজাইন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) সম্পন্ন ক্যামেরা।
অপো এ৭ হ্যান্ডসেটটি খুব শিগগির দেশের বাজারে সাশ্রয়ী দামে পাওয়া যাবে। ইন্ডাস্ট্রির প্রথম শক্তিশালী ব্যাটারি এবং সাশ্রয়ী দামের মাধ্যমে এই স্মার্টফোনে রয়েছে এআই ২.০ সম্পন্ন ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। দীর্ঘস্থায়ী কার্যক্ষমতার জন্য রয়েছে ৪,২৩০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি।
অপো এ৭ হ্যান্ডসেটটি বাজারে আসার বিষয়ে অপো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, এ সিরিজের স্মার্টফোনসমূহের মাধ্যমে আমরা তরুণদের মধ্যে অত্যাধুনিক ফিচার যেমন- ডুয়েল ক্যামেরা সেটআপ, বৃহৎ স্ক্রিন এবং শক্তিশালী ব্যাটারির সঙ্গে সাশ্রয়ী দামের যে চাহিদা তা পূরণ করতে চাই। এই হ্যান্ডসেটের শক্তিশালী ব্যাটারির মাধ্যমে ফোনকে চার্জ করা নিয়ে কোনো দুশ্চিন্তা ছাড়াই জীবনকে করা যাবে আরো গতিশীল এবং এর আকর্ষণীয় ক্যামেরা দিয়ে চমৎকার মুহূর্তগুলো ধরে রাখারও সুযোগ থাকছে।’
স্মার্টফোনটিতে রয়েছে ৬.২ ইঞ্চি ডিসপ্লে, ৪ জিবি র্যাম, ৩২ জিবি ইন্টারনাল মেমরি, ২৫৬ জিবি পর্যন্ত বাড়তি মেমরি ব্যবহারের সুবিধা, ফিঙ্গাপ্রিন্ট সেন্সরসহ অত্যাধুনিক সব ফিচার।