সেই পুরোনো মডেল। কিন্তু এতে আছে অবাক করা সব ফিচার। প্রকাশ্যে আসল নোকিয়া ৮১১০ 4G। গুগলের সঙ্গে গাঁটছড়া বেঁধে নোকিয়া তাঁদের এই ফোনটি উন্মুক্ত করল। বিদেশের বাজারে ফোনটি ছাড়া হলেও বাংলাদেশে কবে এটি আসবে তা নিয়ে নকিয়া এখনো কিছুই জানা যায়নি। তবে নকিয়া ফোনের নির্মাতা এইচএমডি গ্লোবাল দাবি করে চলতি বছরের মাঝামাঝি সময়েই নোকিয়ার ফোর-জি ফিচার ফোনটি বাংলাদেশের বাজারে আসতে পারে। নোকিয়ার নতুন এ ফোনটিতে ফিচার OS, কোয়ালকোম স্ন্যাপড্রাগন ২০৫ SoC প্রসেসর, ৫১২ MB RAM, ROM 4GB, সিঙ্গল সিম, পিছনে আছে ২ মেগাপিক্সল ক্যামেরা, ব্লুটুথ, WiFi, হটস্পট, ১৫০০ mAh ক্ষমতা সম্পন্ন ব্যাটারি। এইচএমডির দাবি, এই ফোনে ২৪ ঘন্টা কথা বলার সুযোগ দেবে। ফোনটিতে কালো এবং হলুদ রঙ-এ মিলবে। তবে ফোনটির দাম নিয়ে এখনো পরিস্কার কিছু জানা যায়নি। তবে দাম হাতের নাগালেই থাকবে।
Baadshah
Baadshah is a professional It blogger and writer.
previous post
বাংলায় ই-মেল অ্যাড্রেস তৈরি করুন
next post