গ্রাহকদের জন্য নতুন লয়্যালটি প্রোগ্রাম ‘অরেঞ্জ ক্লাব’ চালু করেছে বাংলালিংক। এ প্রোগ্রামের মাধ্যমে দেশের অন্যতম প্রধান ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠানটির গ্রাহকরা আকর্ষণীয় ছাড় ও বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন। কোনো ধরনের রেজিস্ট্রেশন ছাড়াই তিন মাসে কমপক্ষে ১৫০ টাকা ব্যবহার করে অরেঞ্জ ক্লাবের সাধারণ সদস্য হতে পারবেন গ্রাহকরা।
সিম ব্যবহারের সময় ও ব্যবহূত সেবার ওপর ভিত্তি করে প্রোগ্রামটির সিলভার, গোল্ড, প্লাটিনাম ও সিগনেচার টিয়ারের সুবিধা দেয়া হবে গ্রাহকদের। বাংলালিংকের সেবা ব্যবহার করে অর্জিত পয়েন্ট দিয়ে অরেঞ্জ ক্লাবের সদস্যরা বাড়তি মোবাইল সেবা ও অন্যান্য সুবিধা পাবেন। মাই বিএল অ্যাপ থেকে বা *১২১*৬# ডায়াল করে গ্রাহকরা তাদের অরেঞ্জ ক্লাব লয়্যালটি প্রোগ্রামের স্ট্যাটাস, টিয়ার ডিটেইলস, পয়েন্ট ভ্যালিডিটি ও অন্যান্য সুবিধা সম্পর্কে জানতে পারবেন।
বাংলালিংকের কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ডিরেক্টর রফিক আহমেদ বলেন, গ্রাহকদের আরো উন্নত লয়্যালটি সেবা উপভোগের সুযোগ দেয়ার লক্ষ্যে আমরা অরেঞ্জ ক্লাব চালু করেছি।