অ্যাপল ৭ সেপ্টেম্বর বার্ষিক অনুষ্ঠান ‘ফারআউট’ অনুষ্ঠানে চমক হিসেবে ঘোষণা করেছে তাপমাত্রা মাপার সেন্সরযুক্ত ওয়াচ সিরিজ ৮–এর।

অ্যাপলের নতুন স্মার্টওয়াচ
অ্যাপলের প্রধান পরিচালন কর্মকর্তা জেফ উইলিয়ামস বলেছেন, নতুন স্মার্টওয়াচটিকে বলা হবে সিরিজ ৮। এটি আগের স্মার্টওয়াচ সংস্করণের চেয়ে বেশি টেকসই।
ওয়াচ ৮ এর ফিচার
- এতে শরীরের তাপমাত্রা মাপার সুবিধা থাকবে।
- এটি চার রঙে বাজারে পাওয়া যাবে ।
- কালো, সোনালি, ধূসর ও লাল রঙে এগুলো পাওয়া যাবে।
- ফিটনেস ট্রাকার
- নারীদের ডিম্বাণুর সময় জানা
দাম
অ্যালুমিনিয়ামের তৈরি মডেলটির দাম হবে ৩৯৯ মার্কিন ডলার আর সেলুলার সংযোগযুক্ত সংস্করণগুলোর দাম হবে ৪৯৯ মার্কিন ডলার। এর একটি আলট্রা সংস্করণ পাওয়া যাবে।