স্মার্টওয়াচসহ পরিধানযোগ্য প্রযুক্তিপণ্যের চাহিদা বাড়ছে। মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল গত সেপ্টেম্বর মাসে অ্যাপল ওয়াচ সিরিজ ৩ উন্মুক্ত করার পর থেকে বাজার দখল করতে শুরু করেছে। বছরের চতুর্থ প্রান্তিকে, অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর—এ তিন মাসে ৮০ লাখ ইউনিট পরিধানযোগ্য প্রযুক্তিপণ্য বাজারে এনে শীর্ষস্থান দখল করেছে অ্যাপল। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশন (আইডিসি) এ তথ্য প্রকাশ করেছে।আইডিসির প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ওয়্যারেবল বা পরিধানযোগ্য প্রযুক্তিপণ্যের বাজারে অ্যাপলের দখল ২১ শতাংশ। বছরের হিসাবে এ খাতে অ্যাপলের সাড়ে ৫৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এর আগের কয়েকটি প্রান্তিকজুড়ে ফিটবিট ও শাওমির কাছাকাছি অবস্থান করছিল অ্যাপল। তবে চতুর্থ প্রান্তিকে এসে শীর্ষস্থান দখল করতে পেরেছে।আইডিসির প্রতিবেদনে জানানো হয়, অ্যাপল একেবারে সঠিক সময়ে পরিধানযোগ্য প্রযুক্তিপণ্যের বাজার দখল করেছে। এখন অনেক ব্যবহারকারী স্মার্টওয়াচসহ অন্যান্য পণ্য সাদরে গ্রহণ করছে।অ্যাপলের সিরিজ ৩ স্মার্টওয়াচ ওয়্যারলেস এলটিই সমর্থন করে। এ স্মার্টওয়াচ দিয়ে আইফোন আশপাশে না থাকলেও কল করা বা বার্তা পাঠানো যায়। অনেক দিন ধরে এ ধরনের সুবিধার বৈজ্ঞানিক কল্পকাহিনিতে ছিল। বর্তমানে বাজারে শীর্ষ পাঁচ ওয়্যারেবল পণ্য নির্মাতা হচ্ছে অ্যাপল, ফিটবিট, শাওমি, জারমিন ও হুয়াওয়ে। তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।