ডায়েবেটিক ও হৃদ রোগীদের শারীরিক অবস্থা সম্পর্কে প্রতি মুহূর্তের আপডেট রাখতে একটি অ্যাপ উদ্ভাবন করা হয়েছে।‘ওয়েলবি মাই কারুতে’ নামে অ্যাপটি তৈরি করেছে টোকিওভিত্তিক আইটি ফার্ম ওয়েলবি ইঙ্ক। জাপানের সাগা ইউনিভার্সিটির হসপিটাল ডিপার্টমেন্টসহ আরও অনেক জায়গায় অ্যাপটির ব্যবহার শুরু হয়েছে।
অ্যাপটি ফ্রিতেই ডাউনলোড করা যায়। অ্যাপটির সাহায্যে রোগীরা নিজেরাই নিজেদের ওজন, রক্তচাপ, সুগারের মাত্রা ও তাদের প্রতি বেলার খাবারের ছবি রেকর্ড হিসেবে রাখতে পারবেন। তথ্যগুলো সাগা হসপিটালের কম্পিউটার সার্ভারেও সংরক্ষিত থাকবে। পরবর্তীতে এ তথ্যগুলো ডাক্তার ও ডায়েটিশিয়ানরা দেখতে পারবেন।প্রতি মাসে বা সপ্তাহে ডাক্তারদের কাছে আসলে রোগীরা নিজেদের ওজন ও খাদ্যাভাস নিয়ে প্রশ্ন করে থাকেন। এ সংক্রান্ত প্রশ্নের উত্তর এখন তারা ঘরে বসেই পেয়ে যাচ্ছেন। ডাক্তারের শিডিউল মিস করলেও ভয় নেই। শারীরিক লক্ষণ যাচাই বাছাই করে অ্যাপের মাধ্যমেই সমাধান দিয়ে দিচ্ছেন ডাক্তাররা।