এখন থেকে অ্যাপেই মিলবে ইলেক্ট্রনিক্স কিংবা ইলেক্ট্রিক্যাল পণ্য মেরামতের সমাধান। এর জন্য চালু করা হয়েছে নতুন একটি অ্যাপ ‘দ্রুত’। শুক্রবার (৩০ মার্চ) ‘দ্রুত’ (Drooto) মোবাইল অ্যাপটি চালু করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির ব্যাবস্থাপনা পরিচালক সৈয়দ তাহমিদ জামান রাশিক। তিনি বলেন, গুগল প্লে স্টোর থেকে ‘দ্রুত’ (bit.ly/DrootoApp) অ্যাপটি ডাউনলোড করে ঘরে বসেই যে কোনো ইলেক্ট্রনিক্স কিংবা ইলেক্ট্রিক্যাল পণ্য মেরামত করা যাবে। প্রথমে ‘দ্রুত’-এর অ্যাপে সার্ভিসের জন্য বু্কিং করতে হবে এবং মুহূর্তের মধ্যে আমাদের সার্ভিস টিম পৌঁছে যাবে আপনার ঠিকানায়। এছাড়া দ্রুত’র রয়েছে ১৩টিরও বেশি নিজস্ব সার্ভিস সেন্টার এবং ১১৫ জন সার্ভিস এক্সপার্ট যারা অভিজ্ঞতা ও পেশাদারিত্বের দিক দিয়ে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। বিস্তারিত জানতে কল করুন- 09678767676 এই নম্বরে অথবা ভিজিট করুন- www.drooto.com.bd এই ঠিকানায়।
Baadshah
Baadshah is a professional It blogger and writer.
previous post
বেসিস নির্বাচন ঘিরে কে কি বলছেন
next post