আইইইই ডব্লিউআইই লিডারশিপ সামিটে আইইই প্রকৌশলী নারী সদস্যবৃন্দদের প্রতি বক্তব্য রাখেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী মাইকেল ফোলি। বক্তব্যে তিনি কর্মক্ষেত্রে চারটি ব্যবহারিক বৈশিষ্ট্যের উদাহরণ তুলে ধরেন যা গ্রামীণফোনকে বাংলাদেশের অন্যতম সফল প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে সাহায্য করেছে। যথা: ১. সবসময় নতুন কিছু তৈরির প্রয়াস রাখা ২. সম্মিলিত প্রচেষ্টায় কাজ করা ৩. প্রতিজ্ঞা পালন করা ও ৪. সম্মান প্রদর্শন করা। দুই দিনব্যাপী অর্থাৎ ১২ থেকে ১৩ অক্টোবর, এ সামিটটি বিএসএমএমইউ কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।
আইইইই ডব্লিউআইই লিডারশিপ সামিটে মাইকেল ফোলি
previous post