আইপে আর পেপাল কি এক? কিন্তু পেপালের অনেক কাজ করবে আইপে। দেশের প্রথম ই-ওয়ালেট আইপে বাংলাদেশে পেপালের কাজ করবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাকারিয়া স্বপন।৩ মার্চ শনিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মাল্টিপারপাস হলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত উইমেন টেক এক্সপোতে তিনি এ কথা জানান। দিনব্যাপী এই এক্সপোর পেমেন্ট পার্টনার আইপে সিস্টেমস লিমিটেড।
জাকারিয়া স্বপন বলেন, ‘আইপে হচ্ছে বাংলাদেশের পেপাল। যা দিয়ে উদ্যোক্তা ও ক্রেতারা খুব সহজেই কেনাবেচা করতে পারবেন। এজন্য আলাদা কোনো ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হবে না। আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটি রয়েছে, তা আইপেতে যুক্ত করে অর্থ লেনদেন করতে পারবেন। এ ছাড়া আইপে দিয়ে লেনদেনে কোনো ধরনের চার্জ নেই।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, ‘বাংলাদেশের নারীরা দিনে দিনে এগিয়ে যাচ্ছে। যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে তার সঙ্গে তাল মিলিয়ে নারীদের এগিয়ে যেতে হবে। পুরুষের চেয়ে সাহসে পিছিয়ে নেই বাংলাদেশের নারীরা। চারদিকে তথ্যপ্রযুক্তি নিয়ে কাজ করার দ্বার উন্মোচিত হচ্ছে। নিজেদের শক্তি বাড়ান, মনোবল শক্ত করুন। প্রযুক্তিকে কাজে লাগিয়ে কাজ করে যান।
অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্যে জনতা ব্যাংকের চেয়ারম্যান ও বিডব্লিউআইটির সভাপতি লুনা শামসুদ্দোহা বলেন, ‘প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নারীরাও ব্যাপক এগিয়ে যাচ্ছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। সুযোগকে কাজে লাগাতে হবে। তাহলেই নারী উদ্যোক্তারা সফল হবে।উইমেন টেক এক্সপোতে অংশ নিয়েছেন ৩৫ জন নারী উদ্যোক্তা। এ এক্সপোর আয়োজন করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও বাংলাদেশ উইমেন ইন আইটি (বিডব্লিউআইটি)।
এ আয়োজনে পার্টনার হয়েছে বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন এবং লফতো। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে জাগো নিউজ ও এটিএন নিউজ।