বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস বিক্রয় ডট কম কম, “বৈশাখী ডিলস ১৪২৬ পাওয়ার্ড বাই মিনিস্টার” ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে। গতকাল ১৭ এপ্রিল ২০১৯, বুধবার রাজধানীর বিক্রয়-এর প্রধান কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই ক্যাম্পেইনে বিক্রয়-এর পার্টনার হিসেবে ছিল মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড।পুরস্কার প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিক্রয় ডট কম-এর হেড অব মার্কেটিং অ্যান্ড অ্যাড সেলস ঈশিতা শারমিন; বিক্রয় ডট কম-এর হেড অব মার্কেটপ্লেস নাজ হুসাইন; এবং মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড-এর হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস কে.এম.জি. কিবরিয়া সহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।প্রথম পুরস্কার বিজয়ী নাবিলা রিতা জিতে নিয়েছেন মিনিস্টার-এর সৌজন্যে একটি ৩০০ লিটার রেফ্রিজারেটর; দ্বিতীয় পুরস্কার বিজয়ী শিমুল দেবনাথ জিতেছেন একটি ৩২” এলইডি স্মার্ট টেলিভিশন এবং তৃতীয় পুরস্কারমেহেদী হাসান আনিস বিজয়ী জিতেছেন একটি গ্যাস বার্নার। গ্রাহকরা বিক্রয় ডিলস এ গিয়ে তাদের পছন্দের পণ্য “Buy Now” ফিচারের মাধ্যমে কিনে ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন। সর্বোচ্চ সংখ্যক কেনাকাটা করা গ্রাহকদের মধ্য থেকে র্যাফেল ড্র-এর মাধ্যমে তিনজনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বিক্রয় ডিলস হচ্ছে বিক্রয় ডট কম সার্ভিসের সবচেয়ে নতুন সংযোজন। এটি মূলত একটি ই-কমার্স সেকশন যা “Buy Now” ফিচারের মাধ্যমে হিসেবে ইলেকট্রনিক্স, কিচেন ও হোম অ্যাপ্লায়েন্স, ব্যাক্তিগত গ্রুমিং আইটেম, ট্র্যাভেল এক্সেসরিজ এবং আরও হাজারো পণ্য শতভাগ নিরাপত্তার সাথে ক্রেতাদের নিকট পৌঁছে দেয়।প্রথম পুরস্কার বিজয়ী নাবিলা রিতা বলেন, “আমি এর আগেও ডিলস থেকে কেনাকাটা করেছিলাম। এবারও তাই করি, কিন্তু প্রথম পুরস্কার জিতে যাবো তা ভাবতেও পারিনি। বিক্রয় ডট কম-কে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন করার জন্য।”বিক্রয় ডট কম এর হেড অব মার্কেটিং অ্যান্ড অ্যাড সেলস ঈশিতা শারমিন বলেন, “আমি বিজয়ীদের অভিনন্দন এবং ডিলস এর সকল ব্যবহারকারীদের ধন্যবাদ জানাতে চাই। আমার বিশ্বাস, বিজয়ীরা জিততে পেরে দারুণ খুশি হয়েছে, গ্রাহকদের মুখে হাসি ফোটাতে পেরে আমরাও আনন্দিত। এর আগে গত ফেব্রুয়ারি মাসে আমরা ভ্যালেন্টাইন ডিলস কন্টেস্ট নিয়ে এসেছিলাম এবং গ্রাহকদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পেয়েছিলাম, যা আমাদের নববর্ষ উপলক্ষ্যে আকর্ষণীয় এই ক্যাম্পেইনটি নিয়ে আসতে অনুপ্রাণিত করেছে। এবারও মাত্র ১৯ দিন ব্যাপী এ ক্যাম্পেইনে আমরা ব্যবহারকারীদের কাছ থেকে দুর্দান্ত সাড়া পেয়েছি এবং গত মার্চ মাসে ডিলস থেকে আমরা দশ হাজার অর্ডার পেয়েছি।”এই ক্যাম্পেইনের অংশীদার মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড-এর হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস কে.এম.জি. কিবরিয়া বলেন, “মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড-এর পক্ষ থেকে ভাগ্যবান বিজয়ীদের অভিনন্দন। আমরা স্বল্প পরিসরে হলেও গ্রাহকদের প্রত্যাশা পূরণের সঙ্গী হতে পেরেছি, এটি আমাদের জন্য আগামীর বিশেষ আয়োজনে অনুপ্রাণিত করবে। দারুণ এই আয়োজনের জন্য বিক্রয়কে ধন্যবাদ।”
আকর্ষণীয় “বৈশাখী ডিলস ১৪২৬”-এর বিজয়ীদের পুরস্কৃত করলো বিক্রয়-মিনিস্টার
written by Baadshah
এপ্রিল ২০, ২০১৯
Baadshah
Baadshah is a professional It blogger and writer.
previous post
রোবট নিনো উদ্বোধন করল বিজ্ঞান উৎসব
next post