আগামী ৪ থেকে ৬ অক্টোবর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (ICCB) শুরু হতে যাচ্ছে তৃতীয় গ্লোবাল লিফট এ্যান্ড এসকেলেটর এক্সপাে-২০১৮। ঢাকাস্থ চীনা দূতাবাসের দ্বিতীয় সচিব এবং ইকোনোমিক ও বাণিজ্যিক কাউন্সিলর এল ভি ইয়ং তিনদিন ব্যাপী এ ইভেন্টের উদ্বোধন করবেন। এ আয়োজনে ভারত, চীন, মালয়েশিয়া, জার্মানি, আমেরিকা, ইতালী, জাপান, তুরস্ক, কোরিয়া, সুইজারল্যান্ড এবং বাংলাদেশের মোট ৬০টির বেশি প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের লিফট, এলিভেটর এবং খুচরা যন্ত্রাংশ প্রদর্শন করবে।
লিফট এক্সপোতে বিশ্বখ্যাত লিফট ও এলিভেটর উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তাদের বিভিন্ন ধরনের লিফট ও এলিভেটর এবং যন্ত্রাংশ যেমন- এলিভেটর কেবিন, এলিভেটর দরজা, লিফট নিরাপত্তা যন্ত্রাংশ ইত্যাদি প্রদর্শন করা হবে। লিফট ও এলিভেটর নির্মাতা প্রতিষ্ঠান, বাজারজাতকারি কোম্পানী এবং ক্রেতাদের জন্য একটি দারুণ সুযোগ নিয়ে এসেছে এই ইভেন্ট। এ বিষয়ে আয়োজক ভারতীয় প্রতিষ্ঠান ভারগো কমিউনিকেশন্স এর পরিচালক আনিতা রঘুনাথ বলেন, “বাংলাদেশে নগরায়ন এবং আবাসন খাত যেভাবে সামনের দিকে এগিয়ে চলেছে সে প্রেক্ষাপটে লিফট এক্সপো একটা দারুন ভ্যালু এ্যাড করবে বলে আমরা বিশ্বাস করি”। তিনি আরো বলেন, লিফট এক্সপো ক্রেতা, বিক্রেতা, প্রকৗেশলী লিফট ব্যবহারকারিদের জন্য একটা দারুন মিলনমেলাতে পরিণত হবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ এক্সপো সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।