আনলিমিটেড ইন্টারনেট ব্যবহারের সুবিধা সম্বলিত চ্যাট সিমের ভার্সন টু বাজারে এলো। এই সিম দিয়ে যতখুশি তত ইন্টারনেট ব্যবহার করা যাবে। পাশাপাশি ইচ্ছেমত মেসেজিং, অডিও ও ভিডিও কল করা যাবে।
দ্বিতীয় প্রজন্মের এই সিমটিতে যেকোনো অ্যাপ ব্যবহারের সুযোগ রযেছে।
২৬ ফেব্রুয়ারি থেকে স্পেনের বার্সেলোনায় ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে এই চ্যাট সিম টু প্রদর্শন করা হবে। তখন এই সিমের দাম ও কোন কোন দেশে এটি ব্যবহার করা যাবে সেটি জানানো হবে।
এই সিমটি তৈরি করেছে চ্যাট সিম নামের একটি প্রতিষ্ঠান। তারা জানিয়েছে, যেকোনো সামাজিক যোগাযোগ ও মেসেঞ্জিং অ্যাপে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে।
এই সিম দিয়ে ওয়াইফাই এক্সেস কিংবা রোমিং ছাড়াই আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করা যাবে। তবে এই সিম কেনা ও ব্যবহারের জন্য নির্দিষ্ট ফি দিতে হবে।
১৬৫ টি দেশে এই সিম ব্যবহার করা যাবে। এই সিমে জিরো রেটিং কনসেপ্ট প্রয়োগ করা হয়েছে।
এর আগে চ্যাট সিম ওয়ান বাজারে আসে। সেই সিমটিতে ইন্টারনেট ব্যবহারে লিমিটেশন ছিল। বিশেষ করে ছবি পাঠানো, ভিডিও পাঠানো এবং ভয়েস কল করার সুবিধা ছিল না। নতুন চ্যাট সিম টুতে এসকল সমস্যা দূর করা হয়েছে।
আনলিমিটেড ইন্টারনেট ব্যবহারের সিম এসে গেছে
previous post
১ comment
Dear SIR/MADAM
এই সিম কেনা ও ব্যবহারের জন্য নির্দিষ্ট ফি দিতে হবে ?