নতুন করে কর্মীদের আরও উদ্যমী হওয়ার আহ্বান জানিয়েছেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্রমবর্ধমান প্রতিযোগিতা ও বৈশ্বিক নিয়ন্ত্রক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিষ্ঠানটির উপযুক্ত অবস্থান নিশ্চিত করতে কাজের গতি বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি।
সম্প্রতি এক কৌশলগত বৈঠকে সুন্দর পিচাই বলেন, ‘২০২৫ সাল গুগলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বছরটি পরিবর্তনেরও। আমাদের লক্ষ্য হবে প্রযুক্তির সুফল কাজে লাগিয়ে ব্যবহারকারীদের বাস্তব সমস্যাগুলোর কার্যকর সমাধান নিশ্চিত করা।’