ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) ১৩ মার্চ, ২০২৫ তারিখে “আয়নকিউডোস ওবিই সফটওয়্যার ব্যবহার করে আউটকাম-বেইজড এডুকেশন রূপান্তর” শীর্ষক ল ওয়েবিনার আয়োজন করে।
ইউআইটিএস কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই ওয়েবিনারটি ফ্যাকাল্টি সদস্যদের আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই) কাঠামো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশিকা এবং একটি লাইভ সফটওয়্যার প্রদর্শনী প্রদান করে।
কর্মশালাটি ভারতের ব্যাঙ্গালোর থেকে প্ল্যাটফর্ম কনসালটেন্ট রিসোর্স পারসন দ্বারা পরিচালিত হয়েছিল। প্রোগ্রামটিতে আয়নকিউডোস ব্যবহার করে ওবিই বাস্তবায়নের একটি বিস্তৃত ওভারভিউ প্রদান করা হয়েছিল, যার মধ্যে ওবিই কাঠামো, সফটওয়্যার-সহায়ক পাঠ্যক্রম ডিজাইন, কার্যকর ডেলিভারি পরিকল্পনা কৌশল, মূল্যায়ন এবং প্রশ্ন তৈরি, কোর্স আউটকাম-প্রোগ্রাম আউটকাম (সিও-পিও) অর্জন বিশ্লেষণ এবং বিএইটিই নির্দেশিকা মেনে প্রতিবেদন তৈরি করা অন্তর্ভুক্ত ছিল।
ইউআইটিএস-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এবং ইউআইটিএস-এর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আইকিউএসি-এর পরিচালক ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসেন অধিবেশনের সভাপতিত্ব করেন, এবং আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক মিসেস শামীমা আক্তার ওয়েবিনারটি সঞ্চালনা করেন।
বিশিষ্ট অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম; ব্যবসায় অনুষদের ডিন ড. ফারুক হোসেন; প্রক্টর; কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), তথ্য প্রযুক্তি (আইটি), সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই), ফার্মেসি, ব্যবসায় শিক্ষা এবং সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানগণ; আইসিটি সেলের প্রতিনিধিগণ; নয়টি বিভাগের প্রোগ্রাম সেলফ-অ্যাসেসমেন্ট কমিটি (পিএসএসি) এর সদস্যগণ; এবং চল্লিশজন ফ্যাকাল্টি সদস্য। এই ইন্টারেক্টিভ সেশনটি সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করে, যা ওয়েবিনারের শেষে একটি উন্মুক্ত প্রশ্ন-উত্তর পর্বে শেষ হয়।