এখন ডেটা ডাউনলোড টুলের মাধ্যমে দেখে নেওয়া যাবে ব্যবহারকারীদের পোস্ট করা কোন তথ্যগুলো ইনস্টাগ্রাম সংগ্রহে রাখে।ইনস্টাগ্রামের যাবতীয় ডেটা সংরক্ষণের পাশাপাশি তারা ব্যবহারকারীদের ফোন কন্টাক্টসের তথ্যও নিয়ে থাকে। আপনার কী কী তথ্য ফটো শেয়ারিং অ্যাপটিতে সংরক্ষিত আছে তা ডেক্সটপ থেকে ডাউনলোড করে দেখতে নিচের কয়েকটি ধাপ অনুসরণ করুন:
- প্রথমেই ইনস্টাগ্রাম চালু করে নিজের প্রোফাইলে যেতে হবে।
- এরপর এডিট প্রোফাইলের পাশে থাকা সেটিংসে (গোল চাকার মতো একটি চিহ্ন) ক্লিক করুন।
- এতে নতুন কতোগুলো অপশন আসবে।
- সেখান থেকে ‘প্রাইভেসি ও সিকিউরিটি’ অপশনটি বেছে নিন।
- অন্য একটি পেইজ চালু হওয়ার পর স্ক্রল করলে ডেটা রিকোয়েস্ট অপশনটি পাওয়া যাবে।
- এতে ক্লিক করলে ডেটা পাঠানোর জন্য ইনস্টাগ্রাম থেকে ব্যবহারকারীদের ইমেইল ঠিকানা চাওয়া হবে।
- ইমেইল ঠিকানা দেওয়ার পর পাসওয়ার্ড দিয়ে রিকোয়েস্টটি নিশ্চিত করতে হবে।
ডেটা মেইল করার জন্য ইনস্টাগ্রাম থেকে ৪৮ ঘণ্টা সময় চাওয়া হবে। ডেটাগুলো একটি ডিপ ফাইল আকারে ডাউনলোড করা যাবে। এর ভেতরে থাকা ফটো, স্টোরিজ, ভিডিও ফাইলগুলো আলাদা আলাদা ফোল্ডারে দেওয়া থাকবে। এগুলোতে ক্লিক করলেই জেনে নেওয়া যাবে ইনস্টাগ্রাম আপনার সম্পর্কে কী কী তথ্য নিয়েছে।