ইলন মাস্ক কখন কি করেন ঠিক নেই। তবে তার একটা টার্গেট থাকে। এবার নিজের নান বদলে এক্সে রেখেছেন কেকিয়াস ম্যাক্সিমাস।
বিশ্বের সবচেয়ে ধনী মানুষ ইলন মাস্ক। এমনিতেই নানা কারণে আলোচনায় থাকেন তিনি। তাঁকে নিয়ে মানুষের আগ্রহও কম নয়। এবার নতুন করে আরেক জল্পনার জন্ম দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের নাম বদলে রেখেছেন ‘কেকিয়াস ম্যাক্সিমাস’।
যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়া ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ইলন মাস্ক। শুধু নাম নয়, এক্সে নিজের প্রোফাইল ছবিও পরিবর্তন করেছেন তিনি। সেখানে দিয়েছেন কার্টুন চরিত্র ‘পেপে দ্য ফ্রগের’ ছবি। রসিকতার ছলে যুক্তরাষ্ট্রের অতি ডানপন্থীরা এই ছবি ব্যবহার করে থাকেন।
এক্সে নাম ও ছবি পরিবর্তনের কোনো ব্যাখ্যা দেননি মাস্ক। তবে তাঁর এই পদক্ষেপ ক্রিপ্টোকারেন্সির জগতে বেশ সাড়া ফেলেছে। ‘মিমকয়েন’ নামের একটি ক্রিপ্টোকারেন্সির দাম বাড়ছে ঝড়ের গতিতে। কারণ, ‘পেপে দ্য ফ্রগের’ ছবিটি ‘মিম’ হিসেবেও ব্যবহার করা হয়। মিম হলো, নানা রকম ছবির সঙ্গে মিল রেখে রসাত্মক কথার সংযোগ।
এক্সে মাস্কের নামের প্রথমাংশ ‘কেকিয়াস’ শব্দটিতে লাতিন শব্দ ‘কেক’–এর সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে। কেকের অর্থ অনেকটা ‘লাফ আউট লাউড’ বা অট্টহাসির মতো। এই শব্দ ‘গেমারদের’ মধ্যে খুবই জনপ্রিয়। অনেক সময় যুক্তরাষ্ট্রের ডানপন্থীরাও শব্দটি ব্যবহার করে থাকেন।
প্রাচীন মিসরের অন্ধকারের দেবতার নামও ‘কেক’। অনেক সময় ওই দেবতাকে ব্যাঙের মুখচ্ছবি দিয়ে প্রকাশ করা হয়। আর মাস্কের নামের পরের অংশ ‘ম্যাক্সিমাস’কে অনেকে মেলাচ্ছেন হলিউড চলচ্চিত্র ‘গ্লাডিয়েটর’–এর মূল চরিত্র ম্যাক্সিমাস ডেসিমাস মেরিডিয়াসের সঙ্গে। ওই চরিত্রে অভিনয় করেছিলেন তারকা অভিনেতা রাসেল ক্রো।