ঢাকার আফতাব নগরের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ক্যাম্পাসে গত ৩ থেকে ৫ই মে ৩ দিন ব্যাপি অনুষ্ঠিত হয় রোবোফেস্ট ২০১৯ এবং বিজ্ঞান প্রকৌশল ও রোবটিক্সের উপর আন্তর্জাতিক সম্মেলন ৷ অনুষ্ঠানটি আয়োজন করে জাপান বাংলাদেশ রোবটিক্স এন্ড এডভান্স টেকনোলজি রিসার্চ সেন্টার এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। উক্ত রোবোফেস্টে বাংলাদেশ সহ প্রায় ২০টি দেশের গবেষক, শিক্ষক,অতিথি, বিচারক ও প্রতিযোগী উপস্থিত ছিলেন।
দেশ বিদেশের শিক্ষার্থী, গবেষক, শিক্ষকদের পদচারণায় সেদিন ভরপুর ছিলো ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ক্যাম্পাস। রোবোফেস্ট ২০১৯ এ রোবটিক্স সম্পর্কিত বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা ও বেশ কয়েকটি কর্মশালার আয়োজন করে জাপান বাংলাদেশ রোবটিক্স ও এডভান্স টেকনোলজি রিসার্চ সেন্টার ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। সারা দেশ তথা বিদেশের মানুষজন সেখানে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহন করে৷ এ ধরনের আন্তর্জাতিক মানের রোবটিক্স প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান বাংলাদেশে এই প্রথমবার অনুষ্ঠিত হলো। এ বিষয়ে উক্ত প্রতিষ্ঠান, জাপান বাংলাদেশ রোবটিক্স ও এডভান্স টেকনোলজি রিসার্চ সেন্টারের চেয়ারম্যান ও ফাউন্ডার ইঞ্জিনিয়ার ফারহান ফেরদৌসের কাছে জানতে চাইলে তিনি বলেন ” এই ধরনের অনুষ্ঠান বাংলাদেশকে উন্নত প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে সহায়তা করবে। বিশেষ করে রোবটিক্স খাতে এবং মেশিন লার্নিং, আই ও টি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদি তে এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেন দেশকে উন্নত করতে হলে এমন অনুষ্ঠান আরও বেশি দরকার এবং এর জন্য প্রয়োজন সকলের সাহয্য ও সহযোগীতা। ”
শুক্রবার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রী ড. দীপু মনি। তার ভাষণে, উন্নত মন্ত্রীর সাথে তাত্ত্বিক ও ব্যবহারিক ক্ষেত্রে বিজ্ঞান শিক্ষার মান বাড়ানোর জন্য শিক্ষা মন্ত্রী জোর দিয়েছিলেন। সেই সাথে মূল্যবান বক্তব্য রাখেন জাপান বাংলাদেশ রোবটিক্স ও এডভান্স টেকনোলজি রিসার্চ সেন্টারের চেয়ারম্যান ও ফাউন্ডার ইঞ্জিনিয়ার ফারহান ফেরদৌস।
অন্যদের মধ্যে ট্রাস্টি বোর্ডের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির চেয়ারপারসন সৈয়দ মঞ্জুর ইলাহি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, উক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এম শহীদুল হাসান, প্রো ভিসি প্রফেসর ড. ফকরুল আলম, সিএসই বিভাগের চেয়ারপারসন আহমেদ ওয়াসিফ রেজা উপস্থিত ছিলেন।
উক্ত দিন গুলোতে চলে রোবটিক্স বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা। প্রতিযোগীরা তাদের নিজেদের বানানো রোবট প্রদর্শন করে। রোবটের মারামারি (রোবো ওয়ার), রোবটের ফুটবল(রোবো সকার) এছাড়াও আরও রোমাঞ্চকর কিছু বিষয় নিয়ে প্রতিযোগিতা গুলো অনুষ্ঠিত হয়।
সর্বশেষে ৫ তারিখ সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
সেখানে উপস্থিত ছিলেন মাননীয় তথ্য ও যোগাযোগ মন্ত্রী ইয়াফাস ওসমান। উক্ত সমাপনী অনুষ্ঠানে বিজয়ী, কো অর্গানাইজার ও কর্মশালার প্রদর্শকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং প্রতিযোগিতায় বিজয়ীদের উৎসাহিত করা হয় ভবিষ্যতে আরও ভালো কাজ করার জন্য।
previous post